বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনে জিততে হলে নৌকা প্রতীকই যথেষ্ট: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

উপজেলা নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে এটা প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন। প্রধানমন্ত্রী কি বাকশাল প্রতিষ্ঠা করতে চাচ্ছেন?

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট নয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করতে নৌকা প্রতীক হলেই যথেষ্ট।

রিজভী বলেন, বেগম জিয়াকে হত্যা করতে চরম উম্মত্ত হয়েছে সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে আর জীবিত দেখতে চান না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কথা এবং কাজের মধ্যে বিস্তর ব্যবধান। বেগম জিয়ার মুক্তি এবং তার পছন্দ মতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি।

এসময় তিনি অভিযোগ করেন, শুধু একদলীয় শাসন কায়েম করেই ক্ষান্ত নয়, এখন বাকশাল কায়েম করার চক্রান্ত করছে সরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক মো. মুনির হোসেন প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি