বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মুক্তি পেল মোদির বায়োপিকের ট্রেলার


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : লোকসভা নির্বাচনের আগে নিজের বায়োপিক নিয়ে হাজির নরেন্দ্র মোদি। গতকাল বুধবার মুম্বাইয়ের একটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেল মোদির বহুল প্রতীক্ষিত ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির ট্রেইলার।

বলা হয়েছে, এখনও লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেননি মোদি। কিন্তু তার বায়োপিকের ট্রেইলার মুক্তি পেয়েছে সঠিক সময়েই। ট্রেইলারে দেখা গেছে, শিশু থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদির জীবনের সফরই যেন ছবির মূল বিষয়। আগামী ৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

ইতিমধ্যেই ছবির দুটি পোস্টার প্রকাশ পেয়েছে। চলচ্চিত্রে নাম ভূমিকায় রয়েছেন বিবেক ওবেরয়, সোমবার তিনিই দ্বিতীয় পোস্টার টুইট করেন। রোববার গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যুতে দ্বিতীয় পোস্টারের উদ্বোধন স্থগিত করা হয়েছিল। দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ এই পোস্টার প্রকাশ করবেন বলে কথা ছিল।

ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে, প্রযোজক ও পরিচালকের সঙ্গেই অভিনেতা বিবেক ওবেরয়কে দেখা গেল নরেন্দ্র মোদির সাজেই। চলচ্চিত্র তৈরির সময় তাদের যে যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে সেই গল্পই শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন কলাকুশলীরা।

বিবেক ওবেরয় বলেন, ‘আমি খুব চরম ধরনের মানুষ নই। আমি একজন ভারসাম্য বজায় রেখে চলা ব্যক্তি। আমি ভক্তদের প্রশংসা এবং সমালোচনার তর্কের গুণগ্রাহী। এখানে একজন জীবন্ত কিংবদন্তীর চরিত্র চিত্রায়িত করতে হচ্ছে এবং যারা তাকে ঘৃণা করে বা ভালোবাসে, তারা তাদের প্রকাশে খুব তীব্র। মানুষ এখন তার ভক্ত হয়ে গেছে।’

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা উমং কুমার। এর আগে তিনি ‘মেরি কম’ এবং ‘সর্বজিত’-এর মতো বায়োপিক পরিচালনা করেছেন। পরিচালক বলেন, ‘আমি খুবই নিরপেক্ষ ব্যক্তি। এটা একটি বড় দায়িত্ব। গল্পটা এতই অনুপ্রেরণীয় যে কে না চাইবে তার উপর একটি চলচ্চিত্র তৈরি করতে? আমি জিরো থেকে হিরো হওয়ার গল্প পছন্দ করি। আমি সংগ্রামের গল্প পছন্দ করি, কারণ তা অনুপ্রাণিত করে। তিনি তাই করেছেন এবং আমরা এটা থেকে অনুপ্রাণিত।’

‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমাটি প্রযোজনা করেছেন এস সিং, আনন্দ পণ্ডিত এবং সুরেশ ওবেরয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি