বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শাস্ত্রীর চাকরির মেয়াদ বাড়ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল যদি ইংল্যান্ডের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তা হলেও রবি শাস্ত্রীর ভারতের হেড কোচের পদে থেকে যাওয়া নিশ্চিত নয়। কারণ, কোচের সঙ্গে চুক্তিতে চাকরির মেয়াদ বাড়াইনি।

অর্থাৎ যদি ভারত বিশ্বকাপ জিতলেও শাস্ত্রীর চাকরি পাকা নয়। বরং তাকে নতুন করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কোহলিদের কোচের পদে পুনরায় নিয়োগ হতে হবে। অবশ্য এক্ষেত্রে তাকে নতুন করে আবেদন করতে হবে না। বর্তমান কোচ হিসাবে সরাসরি বাছাই করা প্রার্থীদের মধ্যে সাক্ষাৎকারের জন্য গণ্য হবেন শাস্ত্রী।

একই কথা প্রযোজ্য ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

এক বোর্ড কর্মকর্তার কথায়, ‘বিশ্বকাপের শেষ ম্যাচের পরেই শাস্ত্রীসহ ভারতীয় দল সাপোর্ট স্টাফদের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। যেহেতু চুক্তিতে মেয়াদ বাড়ানো বা পুনর্নিয়োগের কোনও শর্ত নেই, তাই বোর্ডকে নতুন করে ওয়েব সাইটে বিজ্ঞাপণ দিতে হবে কোচ নিয়োগের। শাস্ত্রী ডাইরেক্ট এন্ট্রির সুযোগ পেলেও নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে তবেই নতুন করে চুক্তি করতে পারবেন বোর্ডের সঙ্গে।

যদিও সেই বোর্ড কর্তা স্বীকার করে নিচ্ছেন যে, ভারত যদি বিশ্বকাপের সেমিফাইনালেও ওঠে, তবে অস্ট্রেলিয়া সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়, নিউজিল্যান্ডে একদিনের সিরিজ জয়ের মতো কৃতিত্বের জন্য নতুন করে ভারতীয় কোচের পদে বসার জন্য এগিয়ে থাকবেন।

এক্ষেত্রে তাড়াতাড়ি নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু ও শেষ করতে হবে। কেননা, বিশ্বকাপের ঠিক পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি