শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


জিএম কাদেরের কো-চেয়ারম্যান পদে কে আসছে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : দলের কো-চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করার ১৮ ঘণ্টার মধ্যেই জি এম কাদেরকে সংসদে বিরোধী দলের উপনেতার পদ থেকেও সরিয়ে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এবার বাকি শুধু কো-চেয়ারম্যান পদটি। এই পদে আসার আলোচনায় রয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপায় যোগ দেয়া মাসুদ উদ্দিন চৌধুরী, সাদ এরশাদ।

জাতীয় পার্টির অনেক নেতার ধারনা, জিএম কাদেরকে সরিয়ে দেওয়ার পেছনে ‘ভিন্ন’ কোনও শক্তি প্রভাবিত করেছে এরশাদকে।

আবারও কোনো কোনো নেতার দাবি, উপনেতা নির্বাচিত হওয়ার পর জিএম কাদের নিজ দলের এমপিদের সঙ্গে আলোচনা করেননি। তাদেরকে নির্দেশনা দেওয়া থেকেও বিরত থেকেছেন তিনি। এ ছাড়া, মহিলা এমপি নির্বাচন নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

রওশনপন্থী হিসেবে পরিচিত জাতীয় পার্টির প্রেসিডিয়ামের একজন সদস্য বলছেন, ‘যদি মহিলা এমপি নিয়োগের বিষয়ে কোনও ঝামেলা তৈরি হয়ে থাকে, তাহলে মহাসচিব মশিউর রহমান রাঙ্গার পদটিও চলে যেতে পারে। এক্ষেত্রে জিএম কাদেরকে প্রথমেই সরানো হয়েছে।’

জাতীয় পার্টির প্রেসিডিয়ামের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, উপনেতা নির্বাচিত হওয়ার পর জিএম কাদের দলের এমপিদের সঙ্গে সমন্বয় করেননি। সংসদে আলোচনা করার ক্ষেত্রে তিনি এমপিদের সঙ্গে কোনও সমন্বয় করেননি। এসব অভিযোগ এরশাদের কানে গেলে তিনি জিএম কাদেরকে সরানোর সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে জিএম কাদের বলেন, আমাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে কোনও প্রেসার কাজ করেছে।

আমাকে সরানোর কোন আমি খুজে পাচ্ছি না। আমি তো কাজ করে যাচ্ছি। পরশুও স্যার আদর করলেন, দল থাকবে। এখন কে প্রেসার দিলো, আমাকে বাদ দিলেন।’

প্রেসিডিয়ামের এক সদস্যের অভিযোগ, ‘মহিলা এমপি মনোনীত করার পেছনে জিএম কাদের ও মশিউর রহমান রাঙ্গার ভূমিকা ছিল। এর পেছনে মনোনয়ন বাণিজ্যের প্রশ্ন রয়েছে।’ তবে বিষয়টিকে আবার ‘ইন্টারনাল’ আখ্যায়িত করে এই সদস্য নিজের নাম প্রকাশ করতে বারণ করেছেন।

জাপার একাধিক দায়িত্বশীল শনিবার সকালে প্রায় সাড়ে তিন ঘণ্টা বারিধারার প্রেসিডেন্ট পার্কে অবস্থান করেও এরশাদের সাক্ষাৎ পাননি জিএম কাদের। এসময় জিএম কাদেরের সঙ্গে মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তারা দু’জনেই এরশাদের সঙ্গে দেখা করতে পারেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি