শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নোয়াখালীতে ঝুলে গেছে রোহিঙ্গা স্থানান্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ার মতো কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে তাদের স্থানান্তর প্রক্রিয়াও ঝুলে গেছে। সরকারের পক্ষ থেকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হলেও সহজে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে না। তবে কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। মূলত কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের ভাসানচরে যেতে চরম অনীহার কারণেই সরকারের সব উদ্যোগ ভেস্তে গেছে। অন্যদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়াও থেমে গেছে।

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া নানা কারণে ঝুলে গেছে। আগামী মাসের মাঝামাঝি ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। প্রথম দফায় ২৩ হাজার রোহিঙ্গা সেখানে পাঠানোর পদক্ষেপ নেয়া হয়। তবে এখন পুরো স্থানান্তর প্রক্রিয়া ঝুলে গেছে। রোহিঙ্গাদের কেউ কেউ ভাসানচরে যেতে চাইলেও অনেকেই আবার যেতে চাচ্ছে না। জাতিসংঘের কিছু শর্তের কারণে আমরা কাউকে জোর করেও ভাসানচরে যেতে বাধ্য করতে পারব না। তিনি আরো বলেন, ভাসানচরেও সমস্যা রয়েছে। বর্ষাকালে সেখানে পানি জমে। তখন রোহিঙ্গারা সেখানে থাকতে পারবে না।

এদিকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে।

সরকার কক্সবাজার থেকে রোহিঙ্গাদের চাপ কমাতে নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে এবং আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রায় এক লাখ রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর ও পুনর্বাসনের জন্য ২০১৮ সাল থেকে সব ধরনের প্রক্রিয়া শুরু করা হয়। এক একটি পরিবারে ৪ থেকে ৫ জন সদস্য রয়েছে। স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়নে ২ হাজার ৩১২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। পুরো প্রকল্পটি চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ভাসানচরের জমির অবকাঠামো উন্নয়ন, প্রতিটি পরিবারের জন্য ঘর, মসজিদ ও চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র নির্মাণসহ সবকিছুই করা হয়েছে। এ ছাড়া সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য রাস্তা-ঘাট নির্মাণ করা হয়েছে। ঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে ভাসানচরের নদীর তীরে বিশাল বেড়িবাঁধ ও ১২০টি সাইক্লোন শেল্টার হোম তৈরি করা হয়েছে। এখনো কাজ চলছে। রোহিঙ্গা পরিবারগুলোর জন্য ১ হাজার ৪৪০টি ব্যারাক হাউজ ইতোমধ্যেই তৈরি হয়েছে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও নিষ্কাশন অবকাঠামোর উন্নয়নের জন্য নলকূপ স্থাপন ও পুকুর খনন করা হয়েছে। স্যানিটেশন ব্যবস্থারও উন্নয়ন করা হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ভাসানচরে পুলিশ ক্যাম্প, নৌবাহিনীর একটি দপ্তর ও নিরাপত্তার দায়িত্বে থাকা সব সদস্যদের জন্য আবাসন ভবন নির্মাণ করা হয়েছে।

গত ৩ মার্চ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ১৫ এপ্রিলের মধ্যে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

তবে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়ার বিষয়টি রোহিঙ্গাদের জানানো হলে তারা বেঁকে বসে। রোহিঙ্গারা ভাসানচরে যেতে অনীহা প্রকাশ করে। তারা কক্সবাজারের ক্যাম্প ছাড়তে রাজি নয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক আইন অনুযায়ী একজন রোহিঙ্গাকেও অন্যত্র জোর করে স্থানান্তর করা যাবে না। এই অবস্থায় বাংলাদেশ সরকারেরও কোনো কিছু করার নেই। ফলে রোহিঙ্গারা ভাসানচরে না গেলে উন্নয়ন কার্যক্রমে সরকারের সব টাকাই গচ্ছা যাবে।

রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে স্থানান্তরের ব্যাপারে কক্সবাজারে অবস্থানরত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন সংশ্লিষ্টরা এব্যাপারে কিছুই জানে না। তাদের কাছে এ সংক্রান্ত কোনো নির্দেশনা নেই। কক্সবাজার থেকে ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করতে হলে পরিবার ধরে ধরে তালিকা করতে হবে। কিন্তু এ ধরনের কোনো তালিকা করা হয়নি। আর বাস্তব অবস্থা হলো রোহিঙ্গারা কক্সবাজার ছেড়ে যেতে চাচ্ছে না।এখানেই তারা ভালো আছে।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানান, রোহিঙ্গা শরণার্থী ভাসানচরে স্থানান্তরের জন্য আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেব। তবে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনে আমাদের প্রস্তুতি আছে। আমরা সরকারের নির্দেশনা পেলেই সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার একজন কর্মকর্তা জানান, ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে এখনো আমরা নিশ্চিত নই। রোহিঙ্গারা যেতে চাইলে যাবে, তাতে আমাদের তো কোনো সমস্যা নেই। তবে সেখানে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

এদিকে ঢাকা সফরে এসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সহকারী হাই কমিশনার (সুরক্ষা) ভলকার টুর্ক ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

একই সঙ্গে তিনি বলেছেন, স্থানান্তরে পুরো প্রক্রিয়া রোহিঙ্গাদের ইচ্ছে অনুযায়ী হতে হবে। সেখানে তাদের জীবিকার ব্যবস্থাও সরকারকে নিশ্চিত করতে হবে।

উল্লেখ, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ ও সেনা চেকপোস্টে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সেখানে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনাবাহিনী দমন অভিযান শুরু করে। এসময় রাখাইনের বিভিন্ন এলাকা থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। এ ছাড়া আগের ৩ লাখসহ বাংলাদেশে এখন ১১ লাখের বেশি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি