শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


রাহুলের আয় ৫৫ লাখ থেকে ৯ কোটি হলো কীভাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বিজেপি সরকারের বিরুদ্ধে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তোলার পর পাল্টা ক্ষমতাসীন দলটি তার আয় নিয়ে প্রশ্ন তুলেছে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ শনিবার বলেন, ২০০৪ সালে রাহুলের আয় ছিল ৫৫.৩৮ লাখ। ২০১৪ সালে সেই আয় বেড়ে হয়েছে ৯ কোটি টাকা। উন্নয়নের কোন মডেলে দশ বছরে এত বিপুল পরিমাণ টাকা বেড়েছে রাহুলের কাছে তা জানতে চান রবিশংকর।

রবিশংকর কটাক্ষ করে বলেন, এতদিন ‘বদরা বিকাশ মডেল’ শুনেছি। ৬ থেকে ৭ লাখ টাকা বেড়ে কয়েক বছরে ৭০০-৮০০ কোটি টাকা হয়েছে। রাহুলের কী ভাবে বাড়ল?

রাহুলের ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের ঠেলায়, লোকসভা ভোটের মুখে নরেন্দ্র মোদীর আর্জিতে বিজেপি’র বড় ছোটমাঝারি সব নেতাই নামের আগে ‘চৌকিদার’ জুড়েছেন। কিন্তু, তাতেও মোদীর বিরুদ্ধে রাহুলের আক্রমণ থামেনি। যুদ্ধ বিমান রাফায়েল ক্রয় থেকে পাঞ্জাব ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা জালিয়াতির নীরব মোদী– নমোর বিরুদ্ধে এসব নিয়ে কংগ্রেসের তোপ অব্যাহত রয়েছে লোকসভা নির্বাচনের প্রচারণায়। লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে নীরবের গ্রেফতারিতে ‘চৌকিদার চোর’ রাতারাতি বিজেপি নেতৃত্বের চোখে ‘ চৌকিদার শের’ বনলেও, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় বলেছেন, এসব ঘটনা ‘গটআপ গেম’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি