শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ বছরে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রেই প্রভাব হারাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : দুর্বল অর্থনীতি ও ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতি সহ বিভক্ত আয়ের কবলে পড়ে আগামী তিন দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এক অবনমিত পরিবেশ বিরাজ করবে। পিউ রিসার্চের জরিপে এমন অভিমত দিয়ে ১০ জন মার্কিন নাগরিকের মধ্যে ৬ জনই বলেছেন, ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ এক দেশে পরিণত হবে। সব ধর্ম, বর্ণ ও গোত্রের মার্কিনিরাই এধরনের মত পোষণ করছেন। বিশেষ করে শেরতাঙ্গ ও উচ্চ শিক্ষিত মানুষের মধ্যে এধরনের ধারণা আরো প্রবলভাবে বিরাজ করছে।

জরিপে মার্কিন ডেমোক্রেটিক পার্টির ৬৫ শতাংশ এবং রিপাবলিকান পার্টির ৫২ শতাংশ সদস্য ও সমর্থক মনে করেন ২০৫০ সালে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র। অনেক মার্কিন নাগরিকই মনে করেন বিশ্বে বরং চীনের প্রভাব বাড়বে। এর কারণ হিসেবে দেশটির অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে মার্কিনিরা চরম হতাশা ব্যক্ত করেছেন।

ধনী ও গরিবের মধ্যে পার্থক্য আরো বৃদ্ধি ছাড়াও পণ্য উৎপাদনে স্বয়ংক্রিয় ব্যবস্থা বরং শ্রমিকদের জন্যে হুমকি হয়ে উঠবে।

অধিকাংশ মার্কিনি মনে করছেন অর্থনীতি অনেক দুর্বল হয়ে পড়বে। সন্ত্রাসী ঘটনাও বৃদ্ধি পাবে। রাজনীতিতে পরিবর্তনের ফলে কোনো নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতেও পারেন এমন আভাস দিয়েছেন ১০ জনের মধ্যে ৯ জন। ২০৫০ সালের মধ্যে আলঝেইমার রোগীদের অর্ধেকই সুস্থ হয়ে উঠতে সম্ভব হবে বলেও তারা মনে করছেন।

আগামী ৩০ বছরের মধ্যে কালো, হিস্পানিক ও এশীয়রাই যুক্তরাষ্ট্রে জনসংখ্যার প্রধান অংশ হয়ে দাঁড়াবে। এটিকে ভাল কিংবা মন্দ বলতে নারাজ ৪২শতাংশ, ৩৫ শতাংশ মনে করছেন ভাল আর বাকি ২৩ শতাংশ বলছেন খারাপ। রাজনীতিবিদদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ৪৮ শতাংশ মার্কিনি বলেছেন, তারা দুশ্চিন্তায় আছেন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমস্যাগুলোর কোনো সুরাহা হচ্ছে না। তবে ৮৭ শতাংশ মনে করছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনেক সমস্যার সমাধান করে দেবে। আবার ৭৭ শতাংশ মনে করছেন, ভবিষ্যতের জন্যে মান সম্মত শিক্ষা দিতে স্কুলগুলো ব্যর্থ হচ্ছে। একই কারণে গবেষণায় তারা বরাদ্দ বৃদ্ধির তাগিদ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি