শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাহে রমজানের আগমনী বার্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

হিজরি বর্ষের রজব মাসের ১৭ তারিখ আজ। এই মাস পবিত্র মাহে রমজানের আগমনী বার্তাস্বরূপ। অত্যধিক ফজিলত ও মর্যাদার কারণে এই মাসজুড়ে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন। যাতে রজব ও শাবান মাসের বরকত ও পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে উঠেছে।

মহানবি (সা.) এর পঠিত বরকতময় দোয়াটি হলো- (বাংলা উচ্চারণ) : ‘আল্লাহুম্মা বারিক লানা- ফি- রজাবা ওয়া শা’বান ওয়া বাল্লিগনা- রমাদ্বান।’ অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত বাড়িয়ে দিন) পৌঁছে দিন।’

রজব ও শাবান মাসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটি বেশি বেশি পড়তেন। যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এ দোয়ার তাগিদ ও শিক্ষা দেয়ার উদ্দেশ্যই হচ্ছে, মুসলিম উম্মাহ যেন রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত-বন্দেগির জন্য নিজেকে তৈরি করে নিতে পারে। আল্লাহ তায়ালার পক্ষ থেকে সব কাজে বরকত লাভ করতে পারে।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে প্রত্যেক নামাজে এ দোয়ার মাধ্যমে রজব ও শাবান মাসে বরকত লাভের পাশাপাশি রমজান মাসের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভের তাওফিক দান করুন। আমিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি