শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » মুলার প্রতিবেদন প্রকাশের পর উচ্ছ্বসিত ট্রাম্প পরিবার , ক্ষমা চাইতে বললেন এরিক ট্রাম্প


মুলার প্রতিবেদন প্রকাশের পর উচ্ছ্বসিত ট্রাম্প পরিবার , ক্ষমা চাইতে বললেন এরিক ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতা নিয়ে বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলারের দীর্ঘ প্রতিক্ষীত প্রতিবেদন প্রকাশের পরপরই ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন, এরিক ট্রাম্প আহ্বান জানান ক্ষমা চাওয়ার।

দুই বছর ধরে টানা তদন্তের পর সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলার এটি প্রকাশ করেন। অ্যার্টনি জেনারেল উইলিয়াম ব্লারের কংগ্রেসের কাছে পাঠানো মুলার প্রতিবেদনের সারসংক্ষেপে জানা গিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের সঙ্গে কোন রুশ সংশ্লিষ্টতা ছিলো না।

সোমবার সকালে ইভানকা ট্রাম্প ১৯শতকের মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উক্তি ‘সত্য অপবাদ ঠেকানোর সর্বোৎকৃষ্ট হাতিয়ার’ টুইটে পোস্ট করেন। সিএনএন এর জিম অ্যাকোস্টা মুলার রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করলে ট্রাম্পের বড় ছেলে এরিক ট্রাম্প টুইটে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রাম্প প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংশ্লিষ্টতা না থাকায় আপনাদের কষ্ট বুঝতে পারছি। দুই বছর ধরে সিএনএন এর সুযোগ নিয়েছে।’এই সময় অতীতে ছড়ানো অপবাদের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন এরিক। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন,‘কখনোই ভাবি নি এমন দিন দেখতে হবে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে রুশ সংশ্লিষ্টতা নেই দেখে ডেমোক্রেটরা হতাশ হবে।’

ট্রাম্প বলেন, ‘কোন রুশ সংশ্লিষ্টতা নেই, কোন বাধা নেই, তবে এটি লজ্জাজনক যে দেশকে এর মধ্য দিয়ে যেতে হয়েছে।’ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘এটি ট্রাম্প ও তার দলের জন্য সেরা দিন।’ হোয়াইট হাউসের মুখপাত্র কেলিনি কনওয়ে বলেন, ‘২০১৬ সালের পর আজ প্রেসিডেন্ট আবার জিতলেন।’

এদিকে ডেমোক্রেটরা মুলার প্রতিবেদনের পুরোটা ও প্রয়োজনীয় প্রমাণাদি প্রকাশের দাবি জানাচ্ছেন। যদিও প্রতিবেদনটি উন্মুক্ত করতে বিচার বিভাগকে বাধ্য করার শক্ত হাতিয়ার ডেমোক্রেটদের নেই। তারা সর্বোচ্চ এ প্রতিবেদন চেয়ে বা মুলারকে সাক্ষী দিতে সমন জারি করতে পারেন। সেই সমন উপেক্ষা করলে তাদের আদালতের শরণাপন্ন হতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি