শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারে জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েংকে কক্সবাজারে অবস্থান করছেন।

সোমবার দুপুরে কক্সবাজার বিমান বন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় জেলা পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, ইউএনসিআর কর্মকর্তা বায়েজিদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সফরে গণহত্যা প্রতিরোধ বিষয়ক উপদেষ্টা আদামা দিয়েংকে কুতুপালং শরনার্থী শিবির পরিদর্শন সহ নির্যাতিত রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে দেখা করে তাদের ওপর নির্যাতনে বর্ণনা শুনবেন। এছাড়াও কক্সবাজারস্থ রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে সাক্ষাত করবেন।

এদিকে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত, কুয়েতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সৌদি রাজ পরিবারের সদস্যসহ উপসাগরীয় দেশসমূহের একটি বিশেষ প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের ভূমিকার ভূঁয়সী প্রশংসা করেন এবং তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে জেলা প্রশাসন ও সমগ্র কক্সবাজারবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি