শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


১০ লাখ পাউন্ডে বিক্রি হচ্ছে ‘গডফাদার’ খ্যাত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ইতালির বিখ্যাত ঔপনাসিক মারিয়ো পুজো’র ‘গডফাদার’ উপন্যাসের অন্যতম চরিত্র মাইকেল কর্লিয়নি। গডফাদার উপন্যাসটি ব্যাপক সাড়া ফেলার পর এক দম্পতি ১৯৭৭ সালে মাইকেল কর্লিয়নির বাড়িটি কিনে নেন। নিউইয়র্কের স্ট্যাটেন দ্বীপে এই বাড়িটি এখন আপনিও কিনে নিতে পারেন ১০ লাখ পাউন্ড খরচ করলে। টিউডর স্টাইলের এই বাড়িটি বিখ্যাত হয়ে আছে মাইকেল কলিয়নির বাড়ি হিসেবেই। মিরর

এমারসন হিলে এই বাড়িটিতে ৪টি বেডরুম ছাড়াও আরো ১০টি রুম রয়েছে। গডফাডার চলচ্চিত্রের শেষ দৃশ্য হচ্ছে এই বাড়িটির দরজা বন্ধ হয়ে যায় এমন এক দৃশ্যের মধ্যে দিয়ে। বাজারে বাড়িটির দর হাঁকা হচ্ছে ১.৩৭ মিলিয়ন ডলার। তিন হাজার ১২ বর্গফুটের বাড়িটিতে রঙ্গিন কাঁচের জানালা বসানো রয়েছে। রয়েছে মিউজিক রুম সহ বিভিন্ন আধুনিক সব রুমের ব্যবস্থা।

বাড়িটির বর্তমান মালিক এলাইন ও পিটার আলবার্ট বলেন, ১ লাখ ৯৫ হাজার ডলারে তারা বাড়িটি কিনেছিলেন। ৭৩ বছরের এলাইন বলেন, বেশ শান্তিপূর্ণ পরিবেশেই তারা এতদিন বাস করে আসছিলেন বাড়িটিতে। তবে গডফাদার চলচ্চিত্রে যেভাবে দেখানো হয়েছে বাড়িটি আসলে সেরকম নয়। একটি স্কুল বাস প্রতিদিন বাড়িটির এক কোনায় এসে এখনো থামে। তাদের কাছে এক সুন্দর ও শান্তিপূর্ণ আবাস হিসেবে বাড়িটি পরিচিত যতটা না গডফাদার সিনেমার মাইকেল কর্লিয়নির বাড়ি হিসেবে লোকে চেনে। সম্প্রতি বাড়িটির বেসমেন্ট সংস্কার করে বাথরুম নির্মাণ করা হয়েছে।

তবে এ বাড়িটি কিনতে হাতে গোনা কয়েকজন আগ্রহী ক্রেতা মিলেছে বলে একজন বাড়ি বিকিকিনির দালাল জন ভারন্যাজ্জা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি