শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ঘুষ নিলে হাত-পা বেঁধে খবর দেবেন : এমপি মনসুর


বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ঘুষ নিলে হাত-পা বেঁধে খবর দেবেন : এমপি মনসুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপি বলেছেন, ‘বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অনেকেই ঘুষ নিচ্ছে বলে শুনেছি। এখন থেকে কেউ ঘুষ চাইলে তার হাত-পা বেঁধে আমাকে খবর দেবেন। আমি তাদের দেখে নেব।’

মহান স্বাধীনতা দিবসে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ডাকবাংলো মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি কুলাউড়ার সাধারণ মানুষের কথা ভেবে শপথ নিয়েছি। কুলাউড়ার মানুষ দীর্ঘদিন ধরে শোষিত, নির্যাতিত, বঞ্চিত ও অবহেলিত। তাই সবাইকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, কুলাউড়ায় আর কোনো অন্যায়-অবিচার, দুর্নীতি ও ঘুষ চলবে না। এসব অন্যায় কাজ আমি প্রতিরোধ করব।’

তিনি বলেন, ‘শুনেছি সরকারের বরাদ্দকৃত বিদ্যুতের খুঁটি স্থাপন ও স্থানান্তর করতে বিশেষ একটি মহল কুলাউড়ার সাধারণ মানুষের কাছে ঘুষ চায়। আমি তাদের দেখে নেব। মহান স্বাধীনতা দিবসের চেতনায় আমরা শপথ নেব—দুর্নীতি ও ঘুষমুক্ত কুলাউড়া গড়ব। এই কাজে সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিজ্ঞা করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, পৌর মেয়র আলহাজ শফি আলম ইউনুছ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদী-উর রহিম জাদিদ, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাসুক মিয়া প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি