বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ার পেনাং অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ গ্ৰেফতার ১৩৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ার কল কারখানা ও বিদেশী শ্রমিক অধ্যুষিত এবং দৃষ্টিনন্দন শহর পেনাং এর পার্শ্ববর্তী বুকিত মেরতাজামের একটি বিল্ডিং প্রজেক্ট থেকে বাংলাদেশিসহ ১৩৭ জন কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (২৭ মার্চ) বুধবার ইমিগ্ৰেশন বিভাগের প্রধান দাতুক খায়রুল দাজামি দাউদ এর নেতৃত্বে চলা এই অভিযানে প্রথমে পেনাং শহরের দুইটি হোটেলে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় ভিয়েতনাম ও লাওসের ১৯ নারীদের।

পরবর্তীতে পার্শ্ববর্তী বুকিত মেরতাজামের একটি বিল্ডিং প্রজেক্টে অভিযানে গ্রেফতার করা হয় বাংলাদেশিসহ ১১৮ জনকে। আর তোদের মত কতজন বাংলাদেশি আছে তাই এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্ৰেশন আইনের ১৯৫৯/৬৩ এবং ১৯৬৫ ধারায় গ্রেপ্তার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি