বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


পদত্যাগে বাধ্য হলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
গণবিক্ষোভের মুখে টানা ২০ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা এপিএস নিউজ-এ প্রকাশিত এক চিঠিতে পদত্যাগের এই ঘোষণা দেন ৮২ বছর বয়সী বুতেফ্লিকা।

আলজেরিয়ায় আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে তিনি ৫ম বারের মতো লড়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে ওঠে আলজেরিয়ার জনগণ।

মাসব্যাপী ব্যাপক গণবিক্ষোভের মুখে অবশেষে এলো পদত্যাগের ঘোষণা। এর পর রাস্তায় উল্লাস করতে দেখা গেছে জনতাকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার সাংবিধানিক কাউন্সিলের প্রধানকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বুতেফ্লিকা এবং তাৎক্ষণিক কার্যকরও হয়েছে সে সিদ্ধান্ত।

এর আগে রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বুতেফ্লিকার অপসারণের দাবি জানান খোদ আলজেরীয় সেনাপ্রধান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ অবিলম্বে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বুতেফ্লিকাকে সরাতে ব্যবস্থা নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।

শারীরিক অসুস্থতা ও চলাফেরায় অক্ষম বুতেফ্লিকাকে গেল ছয় বছরে জনসম্মুখে কমই দেখা গেছে। ১৯৯০ এর দশকে আলজেরিয়ার গৃহযুদ্ধের পর সেনাবাহিনীর সমর্থনে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি