শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলাকারীর বিরুদ্ধে হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ব্রান্টন ট্যারেন্টের বিরুদ্ধে ৫০ জনকে খুনের অভিযোগ ও ৩৯ জনকে হত্যা করার চেষ্টার অভিযোগও দায়ের করা হয়। আগামীকাল শুক্রবার তার শুনানি হবে।

আজ বৃহস্পতিবার ব্রান্টন ট্যারান্টের বিরুদ্ধে নতুন অভিযোগগুলোর ঘোষণা দেয় নিউজিল্যান্ড পুলিশ। আগামীকাল ক্রাইস্টচার্চে হাইকোর্টে অভিযুক্ত ব্রান্টনের শুনানি হবে। অন্যান্য অভিযোগ এখনো বিবেচনায় রয়েছে বলে জানান তারা।

এর আগে গত ১৬ মার্চ প্রথমবারের মতো আদালতে হাজির করা হন ব্রান্টনকে। এর আগ পর্যন্ত তাকে রিমান্ড দিয়েছিল ক্রাইস্টচার্চ আদালত। বিবিসিতে বলা হয়, হামলাকারী ব্রান্টন ট্যারেন্টের মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। সে পর্যন্ত হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় ২৮ বছর বয়সী শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসীকে।

নিউজিল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম হেরল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল শুনানির সময় ছবি, ভিডিও অথবা অডিও রেকর্ডিং করার অনুমতি চেয়ে ইতিমধ্যেই দেশটির মিডিয়া ও বিদেশি সংগঠনগুলোর কাছ থেকে ক্রাইস্টচার্চের হাইকোর্টে ১২টি আবেদন করা হয়েছে। কিন্ত বিচারপতি ক্যামেরন ম্যান্ডারের আবেদনগুলো প্রত্যাখ্যান করেছেন। তবে সাংবাদিকদের আদালত কক্ষের অভ্যন্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তারা চাইলে নোট নিতে পারবেন।

গত ৩১ মার্চ রিমান্ডে থাকাকালীন ব্রান্টন কারাগারের পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ করেছেন। এক সূত্রের বরাত দিয়ে নিউজিল্যান্ডের সংবাদবিষয়ক ওয়েবসাইট স্টাফ জানিয়েছে, ব্রান্টনের অভিযোগ, তাকে কারো সঙ্গে দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, কোনো ফোনও করতে দেওয়া হচ্ছে না। এমনকি সঠিক চিকিৎসাসেবাও নিতে দেওয়া হচ্ছে না।

নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর জেলখানাগুলোর একটি পারেমোরেমোর অকল্যান্ডে রাখা হয়েছে ব্রান্টনকে। সেখানে তাকে সবার থেকে আলাদা রাখা হয়েছে।

সংশোধনী আইন ২০০৪ এবং বন্দীদের চিকিৎসার জন্য নিউজিল্যান্ডের আন্তর্জাতিক দায়বদ্ধতার বিধান অনুযায়ী ব্রান্টনকে পরিচালিত করা হচ্ছে। এই আইনের আওতায় তার টেলিভিশন, রেডিও বা সংবাদপত্র দেখার অধিকার নেই এবং কারো সঙ্গে সাক্ষাৎ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ব্রান্টনের কাছে লাইসেন্সকৃত অত্যাধুনিক পাঁচটি বন্দুক ও একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বর্বরোচিত এ হত্যাকাণ্ডের পর দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দেন তিনি।

এদিকে সন্দেহভাজন আরও দুজনকে হাজতে নেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে শ্বেতাঙ্গ সন্ত্রাসীর গুলিতে পাঁচজন বাংলাদেশিসহ ৫০ জন মুসলমান নিহত হন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। এ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন বাংলাদেশের ক্রিকেট দলের কয়েকজন সদস্য, যারা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলার আগে আল নূর মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি