শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মক্কায় বিলাসবহুল হোটেলে আগুন, ৭০০ জনকে উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের মক্কা নগরীর একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে সেখান থেকে ৭০০ জন ওমরাহ পালনকারীকে নিরাপদে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

গত মঙ্গলবার মক্কার কাছে একটি হোটেলের ১৩ তলায় আগুনের হয়। এর পর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুবাইভিত্তিক খালিজ করা হয়, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে উল্লেখ করা হয়নি।

এ সম্পর্কে এক টুইট বার্তায় সৌদি আরবের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ‘মক্কার কাছে একটি হোটেলে আগুন লাগার পর আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। এর পর উদ্ধার কাজ শুরু করি। সব মিলিয়ে আমরা ৭০০ জনকে উদ্ধার করেছি। এই আগুনে ওমরাহ পালনকারীদের কেউ হতাহত হয়নি ।’

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এবারের অগ্নিকাণ্ডের ঘটনায় ওমরাহ পালনকারীদের কেউ আহত হননি। তাদের সবাইকেই নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও ২০১৫ সালে মক্কার একটি হোটেলে আগুন লাগে। তখনো ওই হোটেলের নাম উল্লেখ করা হয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি