বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » অর্থনীতি » শক্তিশালী ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা হবে : অর্থমন্ত্রী


শক্তিশালী ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা হবে : অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

প্রয়োজনে আইন সংশোধন করে হলেও দেশের শক্তিশালী ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মুস্তফা কামাল বলেন, একাধিক ব্যাংক একীভূতকরণে দেশে আইন না থাকলে আইন করে তা করা হবে। দরকার হয় আইন সংশোধন করবো। অনেক শক্তিশালী ব্যাংক যদি দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূত করণে রাজি না হয় তবে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নেবে।

তিনি জানান, আগামী বছর থেকে বেসরকারি খাতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। ফলে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশে ব্যাপকহারে কর্মসংস্থান সৃষ্টি হলে দারিদ্র্য দূর হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি