শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কয়লা উত্তোলন নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় সরকার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

দেশের উত্তরাঞ্চলে আবিষ্কৃত ৫টি খনিতে মজুত কয়লার পরিমান ৩ হাজার ১৯৭ মিলিয়ন টন। আবিষ্কৃত এই কয়লার প্রজ্জ্বলন ক্ষমতা ৫৩ টিসিএফ গ্যাসের সমতুল্য, যা দেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসের প্রায় ৪গুণ। অথচ এরপরও বাংলাদেশের প্রধান জ্বালানির উৎস হিসেবে গ্যাসকেই ধরা হয়। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন, দেশে আবিষ্কৃত কয়লা কাজে লাগানো গেলে আমাদের জ্বালানির জন্য আর বিদেশের উপর নির্ভর করতে হবেনা।

দিনাজপুরে আবিষ্কৃত ৩টি কয়লা খনি হচ্ছে- বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দীঘিপাড়া।

দেশের অপর ২টি খনি হলো- রংপুরের খালাশপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ। শুধু দিনাজপুরের আবিষ্কৃত কয়লা খনিতে মজুদ রয়েছে ১ হাজার ৪৬২ মিলিয়ন টন।

বড়পুকুরিয়া কয়লা খনিটি ১৯৮৫ সালে আবিষ্কৃত হলেও ভূ -গর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন চলছে। ৬ দশমিক ৬৮ বর্গকিলোমিটার কয়লা ক্ষেত্রে ১১৮ থেকে ৫০৬ মিটার গভীরতায় ৬টি স্তরে কয়লার মজুদ ৩৯০ মিলিয়ন টন। এখানে উৎপাদিত কয়লায় সালফারের পরিমাণ ০.৫৩%। ২০০১ সাল থেকে জুলাই ২০১৮ পর্যন্ত ১ কোটি ১ লাখ ৬৬ হাজার ৪২ মেট্রিকটন কয়লা উৎপাদিত হয়েছে। উৎপাদিত কয়লার মূল্য প্রায় ২শ’ ৩০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রমতে, বড়পুকুরিয়ায় ওপেন মাইনিং পদ্ধতিতে কয়লা না তোলায় ৮০ ভাগ কয়লা মাটির নিচে থেকে যাচ্ছে। ভূ-গর্ভ থেকে মাত্র ১৫ থেকে ২০% কয়লা তোলা হচ্ছে।

এই পদ্ধতিতে কয়লা বেশ কয়েকটি দেশে তোলা হলেও শ্রমিকদের জীবনের ঝুঁকি বাড়ায় তা বন্ধ করে দেয়া হয়েছে। ভারত, চীন, অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশে এখনো আন্ডাগ্রাউন্ড পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছে। তবে উন্নত প্রযুক্তিতে ওপেন পিট পদ্ধতিতে কয়লা তুলতে যেমন খরচ কম, নিরাপত্তার ঝুঁকি কম ও ৯০ ভাগ পর্যন্ত কয়লা তোলা সম্ভব।

জানা গেছে, বড়পুকুরিয়া কয়লা খনি প্রকল্পটি ১৯৯৪ সালে তৎকালীন সরকার ছোট আকারে বাস্তবায়নের পদক্ষেপ নেয়। অল্প সময়ের মধ্যে পেট্রোবাংলার সঙ্গে চীনের মেসার্স চায়না মেশিনারী ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি)’র চুক্তি হয়।

চুক্তি স্বাক্ষরের কয়েক মাসের খনিটি বাস্তাবায়নের জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। প্রায় ৩শ’ একর জমির উপর প্রকল্পটি গৃহীত হয়। ১৯৯৮ সালে খনির ভূ -গর্ভে পানি প্রবাহের কারণে বিপর্যয় দেখা দিলে খনি প্রকল্পের কাজ ২২ মাস বন্ধ থকে। ২ বছর পর ২০০৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। খনির ডিজাইন পরিবর্তন করে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রকল্পের কাজ আবারও পিছিয়ে যায়। ফলে প্রকল্পের ব্যয় আরো ৫শ’ কোটি টাকা বেড়ে যায়। প্রথমে প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছিল ৮শ’ ৮৭ কোটি ৩৫ লাখ টাকা। কিন্তু সব মিলিয়ে ব্যয় করা হয় ১হাজার ৪শত ৩১ কোটি টাকা।

সূত্রমতে, ১৯৮৫ সালে বিওএইচপি নামক একটি বিদেশী প্রতিষ্ঠান ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার কিছু অংশ নিয়ে আরেকটি কয়লা খনি আবিষ্কার করে। ১৯৯৭ সালে এশিয়া এনার্জি নামে একটি বহুজাতিক কোম্পানি এই এলাকায় ১০৭টি কুপ খননের মাধ্যমে উন্নতমানের কয়লা আবিষ্কার করে। এই খনিতে ৬.৩ বর্গকিলোমিটার এলাকায় ৫শ’ ৭২ মিলিয়ন টন কয়লার মজুদ নির্ধারণ করা হয়।

ইতিমধ্যে কোম্পানিটি ২শ’ কোটি মার্কিন ব্যয় করেছে বলে তাদের দাবি। কিন্তু সরকারের নির্দেশ না পাওযায় কোম্পানিটি কোন পরবর্তী কার্যক্রম শুরু করতে পারছে না।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দীঘিপাড়া কয়লা খনিটি ১৯৯৫ সালে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর আবিষ্কার করে। দীর্ঘ ১ যুগ ধরে বেশ কয়েকটি কুপ খনন করে ৫শ’ মিলিয়ন টন কয়লা মজুদের পরিমাণ যাচাই করেন। বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের আওতায় বিসিএমসিএল এর মাধ্যমে ৩ বছর মেয়াদী জরিপ কাজ চলছে।

দেশের ৪র্থ কয়লা খনি হচ্ছে জয়পুর হাটের জামালগঞ্জ। ১৯৬৫ সালে সার্ভে করে ভূ-গর্ভে মজুদ কয়লা নির্ধারণ করেন ১ হাজার ৫শ’ মিলিয়ন টন। ভূ-গর্ভের ৯শ’ থেকে ১ হাজার মিটার গভীরে ১৬বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কয়লা রয়েছে। ৫ম কয়লা খনিটির অবস্থান হচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর নামক স্থানে। ১৯৯৫ সালে আবিষ্কৃত ১১ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ২৫৭ থেকে ৪৮৩ মিটার গভীরতায় কয়লার মজুদের পরিমাণ ৬শ’ ৮৫ মিলিয়ন টন। এই ৫টি খনির মজুদ কয়লা দেশের জ্বালানি খাতের জন্য হতে পারে বড় সহায়ক।

এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ ড. এম তামিম বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবেলায় বড় সহায়ক হতে দেশীয় কয়লা কিন্তু তা উত্তোলনের কোনও উদ্যোগ নেই। তিনি বলেন, বিদেশ থেকে কয়লা আমদানি করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার চেয়ে দ্রুত দেশীয় কয়লা উত্তোলনের উদ্যোগ নেয়া উচিৎ তাহলে আমাদের বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি গ্যাসের উপরও চাপ কমবে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি