শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গ্রীষ্মের তাপদাহে জনভোগান্তি চরমে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :
গ্রীষ্মের খরতাপে সারা দেশের মতো রাজধানীবাসীর ভোগান্তি চরমে। রোদের তীব্রতার সঙ্গে প্রচন্ড গরম, সবচেয়ে বেশি অস্বস্তিকর শ্রমজীবী মানুষের জন্য।

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। আবহাওয়া অফিস বলছে, এপ্রিলে গরম বাড়াটা স্বাভাবিক, কিন্তু জলবায়ুর বিরূপ প্রভাবে বিশ্বব্যাপীই গরম বেড়েছে। এই গরমে বেশি করে বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গ্রীষ্মের তাপদাহে পুড়ছে সারা দেশ। প্রচন্ড গরমে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তারাই পড়েছেন ভোগান্তিতে। তবে শ্রমজীবীদেরকেই বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে। রাস্তার পাশে ডাব, শরবত খেয়ে তৃষ্ণা নিবারণ করতে দেখা যায় তাদের।

এক রিকশাচালক বলেন, দুই তিন দিন ধরে প্রচন্ড গরম। কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। রোদের তাপও অনেক বেশি। শরীর অসুস্থ লাগছে।

আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইকবাল হোসাইন জানালেন, গরমে অনিরাপদ পানি পান করায় অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে, যা স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি। এদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। তাই গরমে আরও সচেতন থাকার পরামর্শ দিলেন তিনি।

তিনি বলেন, গরমের কারণে অনেকে অনিরাপদ পানি পান করছেন। রাস্তার পাশের, হোটেলের পানি, যেহেতু জারের মধ্যে থাকে তাই তারা এটাকে নিরাপদ মনে করে। কিন্তু আসলে এগুলো ভালো না। পানিবাহিত রোগের কারণেই তারা বেশি আসছে।

আবহাওয়া অফিস বলছে, সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। সামনে এ তাপ আরো বাড়তে পারে। বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ প্রভাবেও গরমের তীব্রতা দিন দিন বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মালিক বলেন, এপ্রিল মাসটা সবচেয়ে গরম মাস।

এই মাসে বাংলাদেশের উপরেই সূর্যের অবস্থান থাকে। সুতরাং, সূর্য লম্বভাবে আমাদের কিরণ দেয়। ফলে ভূ-পৃষ্ঠ এবং ভূ-পৃষ্ঠ সংলগ্ন যে বায়ুম-ল উত্তপ্ত হয় বেশি।

বুয়েটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, ভবিষ্যতে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। অস্বস্তিকর গরম হয়তো ভবিষ্যতে আরো বাড়বে। পানিচক্রেও একটা পরিবর্তন আসবে। বৃষ্টি যখন হওয়ার কথা না তখন হবে এবং হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হবে।

এসময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি