শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ কর্মকর্তাকে বদলি ও দুজনকে বরখাস্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ কর্মকর্তাকে বদলি ও দুজনকে বরখাস্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫ কর্মকর্তাকে বদলি ও দুজনকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তদবির, অনুপস্থিতি, এমনকি হাজিরা বইয়ে আগাম সইয়ের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। বুধবার সকালে ঝটিকা সফরে গিয়ে এসব অনিয়মের প্রমাণ পান প্রতিমন্ত্রী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে। তদন্ত করা হয় যেকোন অনিয়মের। অথচ এখানকার বেশকিছু কর্মকর্তার বিরুদ্ধেই আছে তদবির বাণিজ্য, কর্মস্থলে না আসাসহ নানা অনিয়মের অভিযোগ।

এ প্রেক্ষিতেই অধিদপ্তরে ঝটিকা সফরে আসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। হাজিরা খাতা পরীক্ষায় দেখা যায় অফিসে না এসেও আগামী কয়েক দিনের স্বাক্ষর করে গেছেন শবনম ও শামসুল হক নামে দুই কর্মকর্তা। সইয়ের পর কর্মস্থল ছেড়েছেন বেশ কজন।

পরে এখানে দীর্ঘদিন কর্মরতদের বদলিসহ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার কথা জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জবাবে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল মান্নান বলছেন, আগামীতে এ ধরনের ঘটনা বন্ধে সচেষ্ট থাকবেন তারা।

মিরপুরে থানা প্রাথমিক অফিসেও ঝটিকা অভিযানে যান প্রতিমন্ত্রী। সেখানে শিক্ষা কর্মকর্তা সেলিনা অফরোজকে কর্মস্থলে না পেয়ে দেন কারণ দর্শানোর নোটিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি