বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিজিএমইএ ভবন ভাঙায় ঝুঁকি নেয়া হবে না, বললেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী


বিজিএমইএ ভবন ভাঙায় ঝুঁকি নেয়া হবে না, বললেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার ক্ষেত্রে কোন রকম ঝুঁকি নেয়া হবে না। দরপত্রের পর ৩ মাসের মধ্যে ভাঙার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, এই ভবনটি ভাঙার জন্য পরিবেশ তৈরি করা প্রয়োজন। ভবনটি গুড়িয়ে দেয়ার পর যেখানে পড়বে, তার আশ পাশে যেনো কোন দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে প্রস্তুতি নিতে হবে। তাছাড়া ইমারত ভাঙায় যারা পারদর্শী, তাদেরকে ২৪ তারিখের মধ্যে কোটেশন দাখিল করা জন্য অনুরোধ করেছি। ২৪ তারিখের ভিতরে টেন্ডার পেয়ে আমরা ২৫ তারিখের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করবো। যারা উপযুক্ত তাদের দিয়ে কাজ করানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি