শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্যাঙ্গাত্মক কবিতায় সুচি’র বিরুদ্ধে মিয়ানমারের নাগরিকদের প্রতিবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :
স্বাধীনতাকে রুদ্ধ করার অভিযোগে মিয়ানমারে রাজনৈতিক ব্যাঙ্গাত্মক কবিতা ‘থ্যানচা’র শৈল্পিক প্রতিবাদের মুখে পড়েছেন দেশটির নেত্রী অং সান সুচি। বাক-স্বাধীনতাকে রুদ্ধ করায় সুচির ওপর ক্ষুদ্ধ বার্মিজরাই।

দেশটিতে নতুন বছর উদযাপন করতে শাসকদের বিরুদ্ধে বিদ্রুপাত্মক কবিতা আবৃত্তি করা হয়। এর নাম থ্যানচা। থ্যানচায় সাধারণত ঢোলের তালে তাল মিলিয়ে নাচ ও ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করা হয়। সম্প্রতি কয়েক শত বছরের পুরনো এই প্রথার ওপর সেন্সরশিপ দিয়েছে মিয়ানমার সরকার। এরপরই সুচির সরকারের ওপর ক্ষুদ্ধ হয়েছেন মিয়ানমারের সাধারণ নাগরিকরা।

দেশটির শিক্ষার্থীরা নতুন বছর উদযাপনের মহড়ায় ‘সেন্সরশীপ লজ্জা, আমরা সেন্সরশীপে বিশ্বাস করি না’ বলে স্লোগান দেন। শিক্ষার্থী থাই জিন (২০) বলেন, ‘সরকারের কাছে জনগণের বার্তা পৌঁছে দিতেই থ্যানচার জন্ম হয়েছে।’ আরেক শিক্ষার্থী অং মিন থু (২৩) প্রশ্ন করেন, কেন তাদের জনগণের কথা শোনার সাহস নেই?।

থ্যানচাকে কেন্দ্র করে ২০২০ সালের নির্বাচনের পূর্বে অং সান সুচির আমলে বাক-স্বাধীনতাকে ক্ষুণ করার বিষয়টি দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

এদিকে সুচি’র ক্ষমতাসীন দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’র এক মুখপাত্র বলেছেন, থ্যানচার উপর এই কড়াকড়ি সাময়িক, কেননা, মিয়ানমার গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে৷

১৯শতকের এই ঐতিহ্যবাহী প্রথা ১৯৮৮ সালের পর ২০ বছর নিষিদ্ধ থাকে।

তখনকার সময়ে ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার গণতন্ত্রকামী ১ হাজার বিক্ষোভকারীকে হত্যা করে। ২০১৬ সালে এই প্রথার ওপর থেকে সেন্সরশীপ তুলে নেয়া হয়। কিন্তু চলতি বছর নববর্ষ শুরুর আগে বিভিন্ন এলাকায় মাইকিং করে এই চর্চায় সরকারবিরোধী কোনো কিছু না বলার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির গত পঞ্চাশ বছরের ইতিহাসে এই প্রথম কোন গণতান্ত্রিক সরকার থ্যানচার কবিতা এক সেন্সর প্যানেলে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি