বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদিকে জেতাতে মাঠে সরব বিজেপির আতুঁড়ঘর খ্যাত চরমপন্থী ‘আরএসএস’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :
সাত দফার লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে আজ ভারতে শুরু হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে, এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আনতে মাঠে নেমেছে কট্টর হিন্দুত্ববাদী চরমপন্থী ধর্মীয় সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ (আরএসএস) এর ৪০ লাখ সদস্য। ব্লুমবার্গ

আরএসএ সদস্যরা গ্রামে-গ্রামে, বাড়িতে-বাড়িতে গিয়ে মোদির ধ্বজ্জা প্রচার করছেন। লাখ লাখ স্বেচ্ছাসেবক আরএসএস’এর শ্রম, ছাত্র ও শিক্ষা উইংসহ ৪০টি সহযোগি সংস্থা, ৫০০টি সামাজিক গোষ্ঠিকে একত্র করতে কাজ করছেন, যারা মোদিকে জেতাতে ব্যতিব্যস্ত। মোদি ও আরএসএসএর জীবনি লেখা রাজনৈতিক বিশ্লেষক নিরঞ্জন মুখপাধ্যায় বলেন, ‘ভারতের কোন রাজনৈতিক দলই এর ধারেকাছে নেই। তারা দেশের বৃহত্তম অঘোষিত রাজনৈতিক দল।’

ব্লুমবার্গ জানায়, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি এখন পূর্বের চেয়ে অনেক বেশি দাপট বিস্তার করছে। ১৯৭৭ সালে আরএসএস অস্তিত্বের সংকটের লড়াই করছিলো আর এখন ২০১৪ সালে সন্ত্রাসবাদ ছড়ানোয় অভিযুক্ত হচ্ছে। ধর্মীয় সহিংসতা উস্কে দেয়া বিশেষ করে মুসলিমদের ঝুঁকিতে ফেলার অভিযোগে স্বাধীনতা পরবর্তী ভারতে এই গোষ্ঠিকে তিনবার নিষিদ্ধ করা হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়খ বিভাগের অধ্যাপক ওয়াল্টার এন্ডারসন বলেন, ‘পূর্বের চেয়ে তাদের প্রভাব অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সমাজের প্রতিটি স্তরের সহায়তার কারণে তারা এখনো আরো সক্রিয় ও সরব। মোদি তাদের সমর্থন দারুণ উপভোগ করেন।’

ভারতের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, ক্ষমতাসীন দলের প্রধান এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএস’এর সক্রিয় সদস্য ছিলেন। ৮ বছর বয়সে আরএসএস এর শিশু সংঘে যোগ দিয়েছিলেন মোদি। মূলত প্রতিষ্ঠিতদের সমর্থনেই আরএসএস হয়ে ওঠে বিশ্বের বৃহত্তম বে-সরকারী সংস্থা, যার আদর্শগত মেন্টর মোদির ক্ষমতাসীন ডানপন্থী ভারত জনতা পার্টি (বিজেপি)। গত এক দশকে তারা নীতি-নির্ধারণি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে শুরু করে। মোদি আমলে আরএসএসএর দৈনিক সমাবেশের হার ৩২ভাগ বৃদ্ধি পায়। গত মাসে উত্তরপ্রদেশে আরএসএস’এর তিনদিনের বার্ষিক সভায় হিন্দু ঐতিহ্য ও বিশ্বাসের সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। যার সুর পাওয়া যায় বিজেপি সরকারের এজেন্ডায়। বিজেপির নির্বাচনি ইশতেহারের প্রাধান্য পেয়েছে বাবরি মসজিদের বিতর্কিত স্থানে রাম মন্দির নির্মাণ ও জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মতো ইস্যু। সন্দেহের অবকাশ নেই, আরএসএসএর অকুণ্ঠ সমর্থন বিজেপির ঝুলিতেই রয়েছে।

আরএসএস এর সহযোগি সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ এর সভাপতি অলোক কুমার বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে আমরা যা করেছি, এখনো তাই করে যাবো। হিন্দুদের জয়ের জন্য শতভাগ চেষ্টা করে যাব আমরা।’ মধ্যপ্রদেশের আরএসএসএর সদস্য প্রকাশ সিসোদিয়া বলেন, ‘সর্বোচ্চ ভোটের জন্য আমরা দরজায় দরজায় যাব।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি