বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ থেকে শুরু হচ্ছে পার্বত্য নদী সুরক্ষা সম্মেলন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পার্বত্য এলাকার নদীগুলোর সুরক্ষার জন্য নদী শাসন সম্মেলন আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশের নদীগুলো রক্ষার জন্য কাজ করে নদী পরিব্রাজক দলের নেতা সখিনা জামান বর্না শুক্রবার বিবিসি বাংলাকে বলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সঙ্গে একযোগে আমরা নদী দখল, দূষণ, অবৈধ ভরাটরোধে কাজ করছি। পার্বত্য নদীগুলোর বিপদের যে ধরন রয়েছে এবং এর প্রতিকার নিয়ে সম্মেলনে আলোচনা করবো। এছাড়া শঙ্খ নদী নিয়ে আমরা একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছি তাও সম্মেলনে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, পার্বত্য এলাকার নদীদুষণের ধরন কিছুটা ভিন্ন। এখানকার নদীগুলো থেকে অবৈধ পাথর উত্তোলন করার ফলে নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে। নদীর পাড় ভাঙ্গা এবং নদীর চারপাশে তামাক চাষ হচ্ছে। এছাড়া অবৈধ দখল ও আছে কোনো কেনো ক্ষেত্রে।

আমরা চাই এখনকার মানুষকে নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতে। পার্বত্য এলাাকায় আমাদের প্রতিনিধিরা এ সম্মেলনে আসবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি