বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যালিফোর্নিয়ায় এক দশকে ভূমিকম্প হয়েছে ১৮ লাখ বার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মার্কিন বিজ্ঞানীরা এক গণনায় দেখেছেন, ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ভূমিকম্পগুলো হয়েছে। অধিকাংশ কম্পন ছিলো মৃদু তাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মানুষ তা অনুভব করেনি বলে সাইন্স নামে একটি জার্নাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়।

প্রতিবেদনটি জানায়, বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় বিগত এক দশকে গড়ে প্রতি ৩ মিনিটে একটি ভূমিকম্প হয়েছে। তবে অধিকাংশ কম্পন ছিলো ১ মাত্রারও নিচে। সাধারণত, ভূপৃষ্ঠে পৃথিবীর দুটি ব্লক হঠাৎ করে অতিক্রম করার সময় কম্পনের সৃষ্টি হয় এবং মাটির গঠনের দিক দিয়ে বহুবিধও সমস্যা নিয়ে ক্যালিফোর্নিয়াও ঝুঁকিপূর্ণ রাজ্যগুলোর একটি।

গবেষণায় অংশ নেয়া জাচারি রোজ নামে একজন ভূকম্পবীদ বলেন, ‘ছোট ছোট কম্পনগুলো রেকর্ড করার মধ্য দিয়ে এই গবেষণায় বৈপ্লবিক ফল আসতে পারে। এতে করে আমরা কম্পনের ধরণ ও কারণ হিসেবে আরো যথাযথ তথ্য খুঁজে পাবো। আরো সুক্ষ্য তথ্য আমাদের দুর্লভ ভূমিকম্পের বিষয়ে আগাম সতর্কতা দিতে সহায়ক হবে, তবে বড় আকারের ভূমিকম্পগুলোর ভয়াবহতা নিয়ে ভবিষ্যতবাণী করা কঠিন।’

তিনি আরো বলেন, ‘আমরা আসলেই এখনো ভূমিকম্প বিষয়ে মৌলিক কোনো কিছু জানি না। তবে জানতে পারলে বিস্ময়করভাবে সহায়ক হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি