মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার জামিন না প্যারলের বিষয় আদালতের, আওয়ামী লীগ এতে জড়াবে না, বিএনপি সংসদে ফিরে আসুক এটা চাই, বললেন হানিফ


খালেদা জিয়ার জামিন না প্যারলের বিষয় আদালতের, আওয়ামী লীগ এতে জড়াবে না, বিএনপি সংসদে ফিরে আসুক এটা চাই, বললেন হানিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিএনপির নির্বাচিত এমপিরা সংসদে আসুক তবে এরসঙ্গে বেগম খালেদা জিয়ার জামিন বা প্যারলের কোন সম্পর্ক নেই। বিএনপির সংসদে ফিরে আসা ও খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে এ কথা বলেন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

সম্প্রতি খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে আসার পরে বিভিন্ন মহলের আলোচনায় বলা হচ্ছে খালেদা জিয়াকে প্যারলে মুক্তি দেয়া হচ্ছে। এই হাসপাতালে চিকিৎসা নিতে বেগম খালেদা জিয়ার সম্মত হওয়াও এই আলোচনার অন্যতম কারণ। এরআগে খালেদা জিয়া সবসময়েই বলে আসছেন তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিবেন।

এর পরপরই পহেলা বৈশাখে বিএনপি মহাসচিব মির্জ্জা ফখরুল বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করেন। পরে তিনি সংবাদ মাধ্যমে বলেন, বেগম জিয়া কখনোই প্যারলে মুক্তি চান না। তিনি বেগম জিয়ার বরাত দিয়ে জানান, তিনি কোন অপরাধ করেননি। কাজেই সম্মানজনক মুক্তিই তার কাম্য। বিএনপিরা কর্মিদের একটি দাবি আছে খালেদা জিয়া মুক্ত হলেই যাতে বিএনপির নির্বাচিত এমপিরা সংসদে যান।

গতকাল এ বিষয়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী জানিয়েছেন, তাকে প্যারলে মুক্ত করার কোন চিন্তাই তাদের নেই। তারা তার মুক্তির বিষয়ে উচ্চ আদালতে আবেদন করবেন।

এনিয়ে আওয়ামী লীগের চিন্তা প্রসঙ্গে মাহবুবুল হক হানিফ বলেন, খালেদা জিয়ার প্যারল বা জামিন এটি আইন আদালতের বিষয়।

তিনি আইনানুগভাবে যদি জামিন পান বা প্যারল নেবার মত অবস্থায় থাকেন তবে সেটা আইন দেখবে। আওয়ামী লীগ এ বিষয়ে রাজনীতিকে জরাবে না।

তা ছাড়া খালেদা জিয়ার জামিন হলে বিএনপি সংসদে আসবে এ তথ্যের কোন কোন ভিত্তি নাই। তারাতো আমাদের কোন প্রস্তাব দেয়নি।

সংসদে বিএনপি আসার বিষয়ে বলেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন বলছেন সংসদে আসবেন না। তাদের ভোটারদের প্রতি কমিটমেন্ট রক্ষা করা উচিৎ। যদি সংসদে তারা আসে আমি মনে করবো তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে। আওয়ামী লীগ সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে। সেক্ষেত্রে তাদের আসন সংখ্যা কম হলেও বক্তব্য সঠিক থাকলে সংসদে তাদের বক্তব্যেরও মূল্যায়ন করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি