শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


জর্জিয়ায় দুই সৌদি তরুণীর আশ্রয় চেয়ে আঁকুতি, আমরা বিপদে, বাঁচান!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের দুই তরুণী যারা সম্পর্কে দুই বোন এবং এরা ‘জর্জিয়াসিস্টারস’ নামে টুইটারে একটি অ্যাকাউন্ট খুলে আর্তি জানিয়ে বলেছেন, ‘জর্জিয়ায় আমরা আটক হয়ে রয়েছি। সৌদি প্রশাসন পাসপোর্ট বাতিল করে দিয়েছে। আমরা বিপদে।

মাহা আলসুবাই (২৮) এবং ওয়াফা আলসুবাই (২৫) নামে এই দুই বোন নিজেদের পাসপোর্টের ছবি টুইটারে পোস্ট করে জানিয়েছেন, ভিসা ছাড়াই সৌদি নাগরিকরা জর্জিয়া যেতে পারেন। একটি ভিডিয়ো আপলোড করে মাহা বলেছেন, ‘আমরা বিপদে।’

আর একটি ভিডিয়োয় এক তরুণী বলছেন, ‘কোনও নিরাপদ দেশে আশ্রয় চাই। দেশে ফিরলে মেরে ফেলবে।’ মেয়েটির মুখ দেখা যাচ্ছে না ভিডিয়োয়। ওয়াফা জানিয়েছেন, পরিবারের অত্যাচারে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। সৌদির দুর্বল আইন ব্যবস্থা তাদের রক্ষা করতে পারবে না।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, তারা বিষয়টির উপরে নজর রাখছে। জর্জিয়ার অভ্যন্তরীণ মন্ত্রণালয় বলছে, এখনও পর্যন্ত তাদের কাছে সাহায্য চাননি দুই তরুণী।

সৌদি যুবরাজ মুহম্মদ বিন সলমন নারী ক্ষমতায়নের কথা বললেও, সম্প্রতি একের পর এক তরুণীর সৌদি আরব ছেড়ে পালানোর ঘটনা প্রকাশ্যে আসছে। সকলেরই দাবি, পরিবারের হাতেই চূড়ান্ত অত্যাচারিত হতে হচ্ছে তাদের। গত বছর ভারতে পালিয়ে গিয়েছিলেন এক সৌদি রাজকুমারী। এ বছরের শুরুতে নাটকীয় ভাবে দেশ ছেড়ে পালান ১৮ বছরের সৌদি তরুণী রাহাফ মুহম্মদ আল-কুনুন। পরে কানাডা আশ্রয় দেয় তাকে। মার্চেও একই ঘটনা ঘটেছে। দুই সৌদি বোন হংকং পালিয়েছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি