বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের নির্বাচনী প্রচার উত্তাপে অভিনেতা ফেরদৌস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারত-বাংলাদেশ সম্পর্ক যতোই বন্ধুত্বপূর্ণ হোক না কেন, এক দেশের নাগরিক অন্যদেশের রাজনীতিতে সরাসরি অংশ নিতে পারেন না। বাংলাদেশের নির্বাচনী প্রচারে ভারতীয় নাগরিকের অংশ নেয়া যেমন অগ্রহণযোগ্য, নীতিনৈতিকতা পরিপন্থী, তেমনি ভারতের নির্বাচনী প্রচারে কোনো বাংলাদেশি নাগরিকের অংশগ্রহণও কাম্য নয়। অথচ এটা শোভন নয়। এই অশোভন কাজটি সম্প্রতি করেছেন বাংলাদেশের একজন অভিনেতা ফেরদৌস। তিনি পশ্চিম বাংলায়ও বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তিনি সেখানেও জনপ্রিয়, হয়তো বাংলাদেশ থেকে একটু বেশি জনপ্রিয়। তার এই জনপ্রিয়তাকে ‘ক্যাশ’ করতে চেয়েছেন পশ্চিম বাংলায় তার বন্ধুরা, যারা সরাসরি রাজনীতিতে জড়িত, আরো নির্দিষ্ট করে বললে পশ্চিম বাংলায় গদিনসীন দল তৃণমূলের রাজনীতিতে সম্পৃক্ত। ফেরদৌস তৃণমূলের পক্ষে রোডশোতে অংশ নিয়েছেন, তৃণমূলের পক্ষে ভোট চেয়েছেন।

নির্বাচনী প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণের প্রতিবাদ করেছে তৃণমূলের প্রতিপক্ষ কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। ফেরদৌস যদি বিজেপির পক্ষে প্রচারণায় অংশ নিতেন তাহলে হয়তো প্রতিবাদ করতো তৃণমূল কংগ্রেস। যাকে দেখতে নারি তার চলন বাঁকা এটা সব দেশেই সমান সত্য। ফেরদৌস-বিতর্কের প্রতিক্রিয়া পশ্চিম বাংলাতেই সীমাবদ্ধ নেই। দিল্লি পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশ দূতাবাস তাকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারত সরকার তার ভিসা বাতিল করেছে, তাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বেচারা ফেরদৌস! পশ্চিম বাংলার সিনেমায় অভিনয় করে যে আয়-রোজগার হচ্ছিলো, সেটা সম্ভবত আর হবে না। তিনি দেশে ফিরে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন তিনি আবেগের বশবর্তী হয়ে ওই নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এটা তার ভুল হয়েছে।

এখন এই ভুল স্বীকার করায় ভারত সরকার তাকে ক্ষমা করে দেবে কিনা, তিনি আর ভারতে গিয়ে অভিনয় করতে পারবেন কিনা, সেটা এখনই বলা যাবে না। যদি বিজেপি সরকার গঠন করে, নরেন্দ্র মোদী হন প্রধানমন্ত্রী তাহলে ফেরদৌস সহজে মার্জনা পাবেন বলে মনে হয় না। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমীকরণে দিল্লিশ^র হন তাহলে হয়তো ফেরদৌসের অনুকম্পা লাভ সহজ হলেও হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, নির্বাচন শেষে এটা কোনো বড় ইস্যু হবে না। নির্বাচনী প্রচারণা উত্তপ্ত হয়, নানা ধরনের কথা হয়, ভালো কথার চেয়ে মন্দ কথাই বেশি হয়। নির্বাচন শেষে আস্তে আস্তে সব থিতিয়ে যায়।

কী হতো ফেরদৌস পশ্চিম বাংলায় গিয়ে ‘নির্বাচনী রাজনীতি’তে না জড়ালে? তার জন্য তৃণমূলের ভোট কমবেশি হওয়ার কোনো কারণ নেই। তিনি এতো জনপ্রিয় নন যে পশ্চিম বাংলার অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে পারবেন। বাংলাদেশের মানুষও যে খুব মমতাপ্রেমে হাবুডুবু খাচ্ছে, ব্যাপারটা তেমনও না। বরং তিস্তার পানি বণ্টন নিয়ে মমতার বিরোধিতা বাংলাদেশের মানুষকে কিছুটা মমতাবিমুখ করেছে। এই অবস্থায় ফেরদৌসের মমতাপ্রীতি আমাদের এখানেও সমালোচিতই হচ্ছে। যারা নিজেদের ‘সেলিব্রেটি’ ভাবেন, তাদের সব ব্যাপারেই সতর্ক থাকতে হয়। তাদের কোনোভাবেই অতিআবেগী হওয়া চলে না। ফেরদৌসের ঘটনাটি আরো কারো কারো জন্য হয়তো শিক্ষণীয় হবে।

ভারতের নির্বাচন নিয়ে এখন চলছে টান টান উত্তেজনা। মোদী ক্ষমতায় ফিরে আসবেন, নাকি রাহুল গান্ধী এবার পারিবারিক ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হবেন তা নিয়ে চলছে নানা জটিল হিসাব-নিকাশ। তৃতীয় কারো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না। প্রাথমিক ভাবে বিজেপি যেরকম সহজ জয় আশা করেছিলো সে রকম হবে বলে এখন মনে হচ্ছে না। বিজেপির প্রধান ভরসা নরেন্দ্র মোদী। কিন্তু পাঁচ বছর ক্ষমতায় থেকে মোদীর ঔজ্জ্বল্য সামান্য হলেও কমেছে। পাল্টা ঔজ্জ্বল্য বেড়েছে কার তা জোর দিয়ে বলা মুশকিল। প্রিয়াংকার ওপর ভর করে কংগ্রেস কিছুটা চাঙ্গা হলেও তা সাধারণ ভোটারদের মধ্যে কতোটা প্রভাব ফেলেছে তার কোনো বিশ্বাসযোগ্য জরিপ হয়নি। উত্তর প্রদেশসহ হিন্দি বলয় এবং পশ্চিম বাংলায় যদি মোদী-হাওয়া কাজে না লাগে তাহলে কী হবে তা এখনই বলা মুশকিল। ভারতের নিরপেক্ষ বিশ্লেষকরা অবশ্য এখনও মোদীকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে রাখছেন। দেখা যাক কী হয়!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি