বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঈগলুও নিরাপদ না! জরিমানা ৫ লাখ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ধরা পড়েছে এ অনিয়ম। এজন্য আব্দুল মোনেম গ্রুপের প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় । নিরাপদ খাদ্য নিশ্চিত না হলে ভবিষ্যতে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামপুরে আব্দুল মোনেম গ্রুপের ঈগলু আইসক্রিমের কারখানায় অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসময় দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদহীন পণ্য ব্যবহার করে তৈরি হচ্ছে আইসক্রিম। খাবারের রং, তেল ও বেকিং পাউডারের মতো যেসব পণ্য কারখানাটিতে ব্যবহার করা হয়, তার কোনোটিরই মোড়কে পাওয়া যায়নি মেয়াদের তারিখ।

এসব অনিয়মে কারখানাটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কারখানার পরিবেশ ও পণ্যের মান নিশ্চিত না হলে কঠোর শাস্তিরও হুঁশিয়ারি দেয়া হয়। এসময় আইসক্রিমে ব্যবহৃত ম্যাঙ্গো পালপ এবং ফুড কালার সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানের সময় দোষ স্বীকার করে, ভবিষ্যতে এমন হবে না বলে জানায় ঈগলু কর্তৃপক্ষ।

এদিকে, রাজধানীর মাদারটেক বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি