শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


বিবেকের দুয়ারে বাংলাদেশ, ফিরিয়ে দিওনা তাকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সঙ্গে তখনকার বাংলাদেশি রাজাকার, আলবদর এবং নকশাল নামের দানবের ছোবলে অনেক নারী ধর্ষিত হয়েছিল। হয়েছিল নির্মম পাষন্ড অত্যাচারের শিকার। আমরা তখন সব অন্যায়ের বেশির ভাগ দোষ কিন্তু চাপিয়ে দিয়েছিলাম পাকিস্তানীদের উপর।

নতুন করে বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন যারা দেখেছিলাম তারা দিয়েছিলাম মহানুভবতার পরিচয়। তাই তৎকালীন দেশদ্রোহী, খুনি, ধর্ষণকারী- এদের সবাইকে ক্ষমা করে ভেবেছিলাম সোনার বাংলা গড়তে সবাইকেই দরকার। আমরা তখন খুব ছোট, জাতির পিতা যখন এদেরকে ক্ষমা করে দিলেন, আমরাও তার সিদ্ধান্তে বিশ্বাস রেখেছিলাম।

আজ বড় কষ্ট হচ্ছে পুরনো দিনের সেই ইতিহাস মনে পড়ার কারণে। সেদিন কেন নতুন করে হরতাল করিনি? কেন সেদিন জাতির পিতাকে বলিনি, না বেঈমানদের ক্ষমা করে তাদেরকে সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়া সম্ভব হবে না! কারণ চোরে না শোনে ধর্মের কাহিনী। আফসোস! সব জানার পরও আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তাইতো আজও চলছে ধর্ষন, দুর্নীতি, হয়রানী, রাহাজানী আরও কত কি!

দেশ স্বাধীন হওয়ার পর যাদের প্রতি সবচেয়ে বেশি বিশ্বস্ততা ছিলো তারা হলো ডাক্তার। যারা দেশের ভালো শিক্ষার্থী ছিলো সেই শুরু থেকে, যাদের স্বপ্নে একটিই চিন্তা ‘মানুষের সেবা করব’ অথচ তারাই উঠেছে দুর্নীতি এবং অনৈতিকতার শীর্ষে! আজ তাদেরকেও মনিটরিং করতে হচ্ছে! অথচ মনিটরিং করার কথা তাদেরকে, যারা কিনা দেশের শত্রু, যারা নিয়ম কানুন ভঙ্গ করে, যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে।

দেশের কিছু সংখ্যক শিক্ষক হয়েছে কুশিক্ষক, হাসপাতাল হয়েছে কসাইখানা, মাদ্রাসা এবং মসজিদে ধর্মীও বিধান অনুযায়ী পাবার কথা শান্তি ও স্বস্তি, সেখানে চলছে ধর্ষণ। আইনের অচলতলা বলে খ্যাত গরিব মানুষের শেষ যে আশ্রয়স্থল, পুলিশ এবং আইন বিভাগ, সেখানে চলছে হয়রানি আর ঘুষ। সোনার বাংলায় কি তাহলে সোনার সন্তানদের জন্ম হওয়া বন্ধ হয়ে গেছে? নাকি সবাই মিলে দেশটিকে জাহান্নামে পরিনত করতে উঠে পড়ে লেগেছে?

এদিকে জনগণের প্রতিনিধিরা সমস্ত অন্যায়ের প্রতিনিধিত্ব করছে। তাদের জনগণের ভোটেরও দরকার পড়েনা প্রতিনিধিত্ব করতে। তারা এখনও অন্ন, বস্ত্র এবং চিকিৎসার নিশ্চয়তা দিতে পারেনি। তবে তাদের জীবনের সুযোগ সুবিধাগুলো ঠিক মত করে নিচ্ছে।

আজ ডাক্তারদের নিয়ে কিছু কথা লিখব, (সব ডাক্তার নয় দেশে অনেক হৃদয়বান ভালো ডাক্তার রয়েছে)। বাংলাদেশের ডাক্তারদের প্রশিক্ষণ এবং তাদের নৈতিক অবনতির পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে আমার ভাবনা থেকে কিছু অপ্রিয় সত্য কথা তুলে ধরব।

যতটুকু জেনেছি বা দেখছি তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশের জনগণ এবং সরকারের দেশের চিকিৎসকদের প্রতি কোন আস্থা নেই। থাকলে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, বড় বড় কোটিপতি এরা কখনও দেশ ছেড়ে বিদেশে চিকিৎসার জন্য যেতেন না। হয়তো বলবেন দেশের চিকিৎসা পদ্ধতি এখনও উন্নত হয়নি। হবেটা কি করে?
যে পরিমান অর্থ ব্যয় করে বিদেশে চিকিৎসা নেয়া হচ্ছে সে অর্থ যদি দেশের চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ করা হতো, তাহলে স্বাধীনতার ৪৮ বছরে বাংলাদেশের চিকিৎসার উন্নতি হতো প্রতিবেশী দেশ ভারত বা সিঙ্গাপুরের মতই। অন্যদিকে দেশের চিকিৎসকরা যদি রোগীর জীবনে আজরাইলের মত কঠোর ব্যবহার না করত তাহলে দেশের সব রোগী তাদের অর্থ সম্পদ পাশের দেশে ঢালতো না। বর্তমানে কিছু হলেই তারা ভারতে দৌড় দেয়। তবুও দেশের ডাক্তার দেখাবে না, কারণ কি? সরকার কিছু করতে বা বলতে পারছে না কারণ তারা নিজেরাই দেশের বাইরে চিকিৎসাধীন।

বাংলাদেশ সশস্ত্রবাহিনীই একমাত্র সংগঠন তারা তাদের নিজেদের মতো করে চিকিৎসার ব্যবস্থা করে নিয়েছে বিধায় তাদের ধারণা থাকলেও অনুভুতি নেই কি চিকিৎসা বা কি পরিবেশে চিকিৎসা হচ্ছে দেশের সাধারণ মানুষের।

ডাক্তাররা মোটিভেশন হারিয়েছে, কারণ সারাদিন ফকির-মিসকিন চিকিৎসা করতে করতে তারাও ফকির হতে শুরু করেছে। শেষে বাধ্য হয়েছে দূর্নীতিতে জড়িত হতে। তাই ডাক্তারের কাছে গেলেই এ পরীক্ষা, সে পরীক্ষা, এ ওষুধ, সে ওষুধ ধরিয়ে দিচ্ছে আর কমিশন পকেটে ভরছে।

দেশের সাধারণ জনগণ এখন মস্ত বড় সেয়ানা। তারা সব কাগজ পত্র নিয়ে পাশের দেশের বা বিদেশি ডাক্তারদেরকে দেশের ডাক্তারের প্রেসকিপশন থেকে শুরু করে সব ধরণের পরীক্ষা নিরীক্ষার কাগজ পত্র দেখাচ্ছে। সেখানে জানাযাচ্ছে ৯০% রিপোর্ট ভুল, অতএব কেউ এখন দেশের ডাক্তারদের বিশ্বাস করছে না। তবে হ্যাঁ, করছে; যাদের কোন অর্থ বা উপায় নেই। এদিকে হাসপাতালে যন্ত্র আছে মনিটরিং নেই, রুগী আছে সেবা নেই, অফিস আছে অফিসার নেই, কর্মী আছে কর্ম নেই। এভাবে চলতে থাকলে সম্ভব হবে কি দেশের চিকিৎসার মান উন্নত করা? যদি সত্বর এর সমাধানের আশু ব্যবস্থা না করা হয় তাহলে দেশের চিকিৎসার উন্নতি হবে না কোন দিনও।

যারা মেহনতি মানুষের টাকায় দেশের সব সুযোগ সুবিধা নিয়ে লেখাপড়া করছে তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত দেশের মানুষকে চিকিৎসা দেয়া অথচ তারা স্বপ্ন দেখছে কিভাবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেয়া যায়।

আমি ছোটবেলায় দেশ ছেড়েছি, পরের দেশে লেখাপড়া করেছি নিজের অর্থ দিয়ে। তারপরও নেমক হারাম হইনি। এখানে ট্যাক্স দিয়ে এদের দেশ গড়তে অবদান রাখছি এবং সে ছোটবেলায় মা-বাবার কষ্টের অর্থে কুড়িটি বছর যে বাংলাদেশে থেকেছি – তাই দেশের জন্য কিছু করা, দেশকে নিয়ে ভাবা, সময় দিয়ে ভালোমন্দ তুলে ধরার কারণ শুধু ছোটবেলার সেই ভালোবাসার ঋণ শোধ করা।

আমি মনে করি যারা নিজেকে ভালোবাসে না তারা তার দেশকেও ভালোবাসে না। আশাকরি আমার ভাবনার কথাগুলো দেশের কাজে লাগবে পরিকাঠামো তৈরি করতে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। কে সেই সোনার বাংলা? তাকে দেখতে কেমন? সে কি মানুষ? সে কোথায় থাকে? যাকে প্রতিদিন মুখে বলি ভালোবাসি; কি করে তাকে ধর্ষণ করা সম্ভব? আমাদের ধ্যানে, জ্ঞানে, মনে, প্রাণে কি আমরা সত্যিই সোনার বাংলাকে ভালোবাসি? নাকি শুধু মুখে মুখে বলি? মুখ বড় বিস্ময়কর। তাকে ঠকানো কঠিন নয়।
কারণ মুখ শুধু মনের ভাব প্রকাশ করে যা আমরা আমাদের ধ্যানে, জ্ঞানে, মনে, প্রাণে ভাবি। বিবেকের দুয়ারে এসেছে বাংলাদেশ আজ, তার বড় সাধ জেগেছে জানতে; আমরা তাকে ঠিক কতটা ভালোবাসি?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি