শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » পাকিস্তান হেরে যেতে পারে কাছে বাংলাদেশের : রমিজ রাজা


পাকিস্তান হেরে যেতে পারে কাছে বাংলাদেশের : রমিজ রাজা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আসন্ন আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তান দল হারতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। আগামী ৫ জুলাই লর্ডসে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ও পাকিস্তান পরস্পরের মুখোমুখি হবে। এই লড়াইয়ে বাংলাদেশকেই ফেবারিট মানছেন রমিজ। তাই বাংলাদেশের ম্যাচ নিয়ে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন তিনি।

ক্রিকফ্রেঞ্জি ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এ দু’দল বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল ১৯৯৯ সালে। বাংলাদেশ জিতে যাওয়ায় ম্যাচটি অনেক জনপ্রিয় হয়েছিল। অথচ পাকিস্তানের সে দলটিও ছিলো অনেক শক্তিশালী।’

দুই দশক আগের প্রেক্ষাপটে বাংলাদেশের জয়টা অঘটন বিবেচনা করা হলেও এখন তা আর অস্বাভাবিক নয়। সে কথা স্বীকার করে রমিজ রাজা বলেন, ‘কয়েক বছর পাকিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলছে তারা। এশিয়া কাপ জয় ও ঘরের মাটিতে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তাই পাকিস্তান দলকে সতর্ক থাকতে হবে। কাগজ-কলমের হিসাব ভিন্ন হলেও নিজেদের দিনে যে কোন দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের রয়েছে।’

১৯৯৯ সালে প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। ৩১ মে নর্দাম্পটনে পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় তুলে নিয়েছিলো আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এছাড়াও ঐ আসরে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ রানের জয় পেয়েছিলো টাইগাররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি