শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে নির্বাচন কমিশনকে ‘নিরপেক্ষ আচরণ’ করতে মমতার চিঠি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৯


ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের শেষদফা ভোটগ্রহণের কয়েকঘণ্টা আগে দেশটির নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছেন। সেখানে বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কোনরকম হস্তক্ষেপ ছাড়াই সপ্তমধাপের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিশনকে অনুরোধ জানান মমতা।

প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে লেখা চিঠিতে মমতা বলেন, ‘শেষধাপের নির্বাচনে, আমি কমিশন কার্যালয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভোটগ্রহণ যেন শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং একইসাথে কেন্দ্রীয় শাসকদলের কোনরকম হস্তক্ষেপ ছাড়াই শেষ হয়। এছাড়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের সুরক্ষা এবং বিরোধীদলগুলোর প্রতি কিছুটা শ্রদ্ধা নিশ্চিত করারও আহ্বান জানাই।’

চিঠিতে মমতা অভিযোগ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবৈধ, অসাংবিধানিক ও পক্ষপাতদুষ্ট একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসবই কেন্দ্রীয় শাসকদলের দ্বারা প্রভাবিত হয়েই নেওয়া হয়েছে। যার ফলস্বরূপ, রাজ্যের প্রশাসনে নিযুক্ত প্রতিটি কর্মকর্তা এবং সাধারণ মানুষকেও নানাভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। এসকল কিছুই কমিশনের নজরে আনা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন বরাবরই নিশ্চুপ থেকেছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি