বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদিতে যুদ্ধ এড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা, জরুরি বৈঠকের আহ্বান বাদশা সালমানের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :  সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার বলেন, সম্ভাব্য একটি যুদ্ধ এড়াতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। তবে যুদ্ধ বাঁধলে সকল শক্তি দিয়ে তা মোকাবেলা করা হবে। বৃহত্তম তেল কোম্পানি আরামকোর সাইটে সম্প্রতি ড্রোন হামলার জেরে মন্তব্য করতে গিয়ে রিয়াদ এ হুঁশিয়ারি দেয়।

এক সাংবাদিক সম্মেলনে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, ইরান মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি করতে চাচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলোকে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব নিতে হবে।

আদেল আল-জুবায়ের বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনে কথা বলেছেন। এ অঞ্চলে সৌদি যুদ্ধ চায় না, কিন্তু কেউ শুরু করলে হাত গুটিয়ে বসেও থাকবে না। বল এখন ইরানের কোর্টে, তাদেরই নিজেদের ভাগ্য নির্ধারণ করতে হবে।

সৌদির তেল টেঙ্কার ও আরামকোর সাইটে ড্রোন হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততা আছে দাবি করে জুবায়ের বলেন, তেহরানই এই হামলার জন্য হুথিদের নির্দেশ দেয়। তবে সৌদি ও আমিরাতের এমন সব অভিযোগ অস্বীকার করেছে ইরান। যদিও ইতোমধ্যেই ইরানের কথিত হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে রণতরী ও বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

আরব আমিরাত উপকূলে তেল ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিতে ও ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধিতে উপসাগরীয় ও আরব দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। হরমুজ প্রণালীর কাছে জাহাজে আক্রমণ ও আরামকোর সাইটে ড্রোন হামলার বিষয়ে জরুরি বৈঠক করতে সৌদি বাদশা সালমানের ডাকে সাড়া দিয়ে রোববার এক বিবৃতি এ আহ্বান জানায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

ফিলিস্তিনের বিশিষ্ট মানবাধিকার কর্মী ইয়াদ আল-বাগদাদি রিয়াদের পক্ষ থেকে নিরাপত্তা হুমকিতে আছেন বলে নরওয়ের গোয়েন্দারা সতর্ক করলেও জুবায়ের তা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ইয়াদ আল-বাগদাদির নামই আমি শুনিনি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি