বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বুথ ফেরত জরিপের পূর্বাভাস, ৩৩৬টি আসন নিয়ে ভারতে সরকার গড়তে যাচ্ছে এনডিএ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

দিল্লির মসনদে ফের গেরুয়া রং। মসনদ দখলেই রাখতে যাচ্ছে এনডিএ। লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে যাচ্ছে এনডিএ। নির্বাচনী ফল প্রকাশের আগেই এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায়। তাতে ইঙ্গিত মিলছে ভারতের মানচিত্রে এখন শুধু পদ্মফুল। অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ।

এনডিএ’র লক্ষ্য ছিল ২৭২ কিন্তু বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে তিনশোর বেশি আসন নিয়ে সরকার গড়তে চলেছে এনডিএ জোট। ৫৪২ টি আসনের মধ্যে গোটা ভারত জুগে ২৭৬টি আসন নিজেদের দখলে রাখল বিজেপি। এনডিএ-এর অন্যান্য শরিকদের ঝুলিতে রয়েছে ৬০টি আসন।

রাহুল-প্রিয়াঙ্কা ম্যাজিক সত্বেও ব্যর্থ কংগ্রেস। ভারতের ক্ষমতায় ইউপিএ’র আরোহনে স্বপ্নভঙ্গ। কংগ্রেস ছাড়া বাকি ইউপিএ শরিক দলের ঝুলিতে ৩৬টি আসন। সব মিলিয়ে ইউপিএর খাতায় জমা পড়ল মোটে ১২৪টি আসন। মোদি-শাহ ম্যাজিকে ফেডারেল ফ্রন্ট থিউরি মিশে গেল ধুলোয়। উত্তরপ্রদেশে দাগ কাটতে ব্যর্থ মায়াবতী-অখিলেশের এসপি-বিএসপি। অন্যদিকে, মহাজোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসেরও আসন সংখ্যা কমল পশ্চিমবঙ্গে। এবারের লোকসভা নির্বাচনে সাত দফার ভোটগ্রহণে বাংলায় সন্ত্রাস হয়েছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষে জড়িয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। ২৩ মে লোকসভা নির্বাচনের ফলাফল।

প্রায় ২০১৪ লোকসভা নির্বাচনের মতই ফল করে, অনায়সে সরকার গঠন করতে পারে বিজেপি, এমনই পূর্বাভাস এক্সিট পোলের। পোল অফ পোলসের হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে নিজেদের ক্ষতি পূরণ করে নিতে পারবে বিজেপি। পশ্চিম বাংলায় ৪২ আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পেতে পারে ২৬টি আসন, ২ থেকে নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে ১৩ করতে পারে বিজেপি, পূর্বাভাস এক্সিট পোলের।

২০১৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে ৭১টিতে ফুটেছিল পদ্মফুল। পোল অফ পোলসের পোল ইঙ্গিত, মায়াবতী-অখিলেশ যাদবের জোট পেতে পারে ২৯টি আসন, অন্যদিকে, ২০১৪ লোকসভা নির্বাচনের মতোই দুটি আসনে জিততে পারে কংগ্রেস।

গত ডিসেম্বরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ও রাজস্থান বিধানসভা নির্বাচনের জয় থেকে খুব একটা সুবিধা করতে পারবে না কংগ্রেস। বিজেপির জাতীয় সহ-সভাপতি বিনয় সহ¯্রবুদ্ধে এনডিটিভিকে বলেন, ‘আমাদের প্রত্যাশা মতোই এক্সিট পোল’র পূর্বাভাস মিলছে। তিনি বলেন, ‘ মহাজোট পরীক্ষার ফেল করেছে। আমাদের ভোট কেড়ে নিতে পারেনি এসপি-বিএসপি জোট। উত্তরপ্রদেশে বিরোধীদের মধ্যে সুক্ষ বিভাজন আছে, যার ফায়দা তুলেছে বিজেপি’।

আগামী ২৩ মে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল ঘোষণা, তবে কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তাদের জোটসঙ্গীসহ অন্যান্যরা কী ফল করতে পারে তার পূর্বাভাস মিলছে এক্সিট পোলে। তবে এ পূর্বাভাস ভুলও হতে পারে।

২০১৪-এ, পোল অফ এক্সিট পোল, একাধিক এক্সিট পোলের এগ্রিগেট বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে দিয়েছিল ২৮৮টি আসন, কংগ্রেস নেত্ত্বৃাধীন ইউপিএ কে দিয়েছিল ১০২ আসন। তবে ফলাফল প্রকাশের পর দেখা যায়, এনডিএ পেয়েছে ৩৩৬টি আসন, ইউপিএ পায় ৫৯টি আসন। ১৯ মে রোববার শেষ দফায় যে কেন্দ্র্রগুলিতে ভোট হয়, তারমধ্যে ছিল নরেন্দ্র মোদীর বারাণসীও, সেখানে তার সহজ জয়ের পূর্বাভাস মিলেছে।

এবারের লোকসভা নির্বাচনে বালাকোটে বিমান হানা, এবং জাতীয়বাদ নিয়ে জোরদার প্রচার করেছিল বিজেপি। অর্থনীতিকে উপেক্ষা করা এবং বিভাজনের নীতি নেওয়ার অভিযোগ তোলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি