বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সকল ক্ষেত্রেই দায়িত্বহীনতা প্রকাশ করছে সরকার, বললেন ড. কামাল


সকল ক্ষেত্রেই দায়িত্বহীনতা প্রকাশ করছে সরকার, বললেন ড. কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সরকারের কৃষিনীতি না থাকায় দেশে সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন,এই সরকারকে বলা যেতে পারে দায়ীত্বহীন সরকার। কারণ দেশে কৃষকের সঠিক সংখ্যা সরকারের কাছে নাই। যে কারণে এই সংকট সৃষ্টি। বুধবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত কৃষক জনতা একহও সরকার হটাও-বাঁচাও শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, মানুষকে বোঝা দরকার অনির্বাচিত সরকারকে এভাবে বহন করাই সকল মানুষকে মূল্য দিতে হচ্ছে।

আমাদের লক্ষ হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে দেশে একটা গনতন্ত্র প্রতিষ্ঠা করা। আজকে সংবিধান লঙ্গন করে যে সরকার চাপিয়ে দেওয়া হয়েছে। এরা ইচ্ছা মতো বলে যাচ্ছে আমরা থার্ট টাইম পেয়ে গেলাম, আমি আরো ৫ বছরের জন্য আছি। এটা মানুষকে মূল্য না দিয়ে অবজ্ঞা করা।

তিনি বলেন, আমি মনে দেশের মানুষের ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠা করা জন্য এগিয়ে আসতে হবে।গণফোরামের সভাপতি বলেন, সরকার কৃষকের জন্য যা ঘোষণা করেছে তা তারা নিজেরাও মানছে না। তারা ধান উৎপাদনে ব্যাপারে বক্তব্য রাখে কিন্তু ধান উৎপাদন হওয়ার পর কৃষকের উৎপাদন খরচের ব্যবস্থা করতে ব্যার্থ হচ্ছে। এই ব্যার্থতা শুধু কৃষকদের ধান উৎপাদনের ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রেই এই দায়িত্বহীনতা প্রকাশ করছে।

গণফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, সরকার ১০ লাখ টন চাল, দেড় লাখ টন আতপ চাল ও দেড় লাখ টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। যার প্রতি কেজি ৩৬ টাকা। ধান ২৬ টাকা। সাধারণত বোরো চাষের জমি লিজ সংগ্রহ, জমি চাষ, মই দেওয়ান ও জমির চারপাশ কর্তন, কাটানো ডিএপি ও পটাশ সার ব্যবহার ইউরিয়ার, নিড়ানো, ধান ফাড়ি দেওয়ানো, পানি খরচ,কীটনাশক খরচ, জমি থেকে ধান উত্তোলন ভাড়া ও পাইট ইত্যাদিতে গড়ে ১ বিঘায় খরচ হয় (২২মন) ১৬৩৬৫ টাকা। প্রতি মণ ধান উৎপাদন খরচ ৭৪৩ টাকা। কিন্তু তা বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা। লোকসান কমপক্ষে ১৪৩ টাকা। আনুমানিক খরচ।

গণফোরামের অভিযোগ সরকার এ বছর সরকারে এ বছরের মে মাস থেকে ১৩ লাখ টন ধান চাল সংগ্রহে লক্ষ্য ঠিক করেছে মে মাসের অর্ধেক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ১ হাজার ২৬৯ মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁসহ বেশিরভাগ বড় বড় মোকামে ধান চাল কেনা বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রে কৃষি বিষয়ক সংস্থা যুক্তরাষ্ট্রের ইউ এস ডি এ চলতি মাসের পরিস্থিতি প্রতিবেদনে বলেছে গত এক বছরে বাংলাদেশের চালের উৎপাদন বেড়েছে ৭.২.শতাংশ এ বছর উৎপাদন হয় ৩ কোটি ৫৩ লাখ টন চাল ধানের বাম্পার ফলন হবে সরকার তা জানতো জানতো সেজন্য গত বছরের চেয়ে চলতি বছরে ১ মাস আগে বুড়ো শুরু হবে বলে আগেই খাদ্য মন্ত্রী জানিয়েছেন সেজন্য এবার ২৫ এপ্রিল থেকেই সরকারি নির্দেশ জারি করে আগে গত মে মাস থেকে কিন্তু কাজ কাজের কাজ হয়নি কিছুই হয়নি সরকার ব্যর্থ হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি