শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


নির্বাচনে হেরে আত্মসমালোচনায় কংগ্রেস


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগেই নিজেদের সমালোচনা করতে শুরু করেছেন কংগ্রেসের একাধিক সিনিয়র নেতা। একদিকে, দলের সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের গুঞ্জন। অন্যদিকে, কংগ্রেসের ভরাডুবির জেরে ইতোমধ্যেই উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতির পদ ছেড়েছেন রাজ বাব্বর।

শুক্রবার (২৪ মে) এনডিটিভি’কে কংগ্রেসের অল্প কয়েকজন বিজয়ী প্রার্থীর মধ্যে অন্যতম গৌরব গগই বলেন, ‘কোনও সন্দেহই নেই যে কংগ্রেস জাতির স্পন্দন বুঝতে সম্পর্ণূই ব্যর্থ হয়েছি। আর তাই জনগণ তাদের রায় পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে যে তারা বিজেপি সরকাকে দ্বিতীয়বারের মত ক্ষমতায় দেখতে চায়। বিজেপি’কে অভিবাদন আর অনেক শুভকামনা জানাই।’

তিনি বলেন, ‘এখন নির্বাচন শেষ হয়েছে। প্রচারণার সময়ের যাবতীয় তিক্ততারও সমাপ্তি ঘটেছে। তাই সবকিছু বাদ দিয়ে এখন আমাদের মূল মনোযোগ হওয়া উচিৎ, ভারত আজ যেসব সমস্যার মধ্যদিয়ে যাচ্ছে যেমন, ব্যাংকিং খাত, আর্থিক প্রতিষ্ঠানগুলোর চাপ, বেকারত্ব ইত্যাদি ইত্যাদি..।’

উল্লেখ্য, ভারতের লোকসভায় ৫৪৩টি আসনের মধ্যে এবারের নির্বাচনে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি