বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সন্ত্রাসবাদী সংগঠন ‘জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ’কে নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। ‘জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া’ বা ‘জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্তান’ নামেও কাজ করে বাংলাদেশের কট্টর এই ইসলামিক সংগঠনটি। ফলে, একইসঙ্গে জামাতের এই ২টি সংগঠনেও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

শুক্রবার (২৪ মে) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়, সংগঠনটি সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত রয়েছে। দেশে মৌলবাদও ছড়াচ্ছে। ভারতীয় যুবকদের সন্ত্রাসবাদী কাজকর্মেও তারা লিপ্ত করছে। সংগঠনটিকে টঅচঅ (১৯৬৭)-র ফার্স্ট শিডিউলে আনা হয়েছে। যার অর্থে ভারতে সংগঠনটি নিষিদ্ধ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি