বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


এভারেস্টশৃঙ্গ জয় করতে গিয়ে ব্রিটিশসহ ১০ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শনিবার এভারেস্টশৃঙ্গ থেকে মাত্র ১৫০ মিটার নিচে নামার পর রবিন হেনিস ফিশার (৪৪) নামে এক ব্রিটিশ আরোহী অসুস্থ হয়ে পড়েন এবং এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। এই নিয়ে এবারের বসন্তকালীন এভারেস্ট অভিযানে ১০ আরোহী মারা গেলো। বিবিসি, ইয়ন

টুরিস্ট ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ মীরা আচার্য বলেন, হিমালয়ের ‘ডেথ জোন’ হিসেবে পরিচিত ওই স্থানটিতে অক্সিজেনের অভাব রয়েছে। অক্সিজেনের অভাবের কারণেই রবিন ফিশারের মৃত্যু হয়।

এভারেস্ট পরিবার ট্রেকস কোম্পানীতে কর্মরত মুরারী শর্মা বলেন, ফিশার দীর্ঘ পথ আরোহণ করে শারীরিকভাবে দূর্বল হয়ে পড়েছিলেন। তাই তিনি নামার সময় অসুস্থ অনুভব করেন। তার সঙ্গে থাকা গাইড অক্সিজেন বোতল পরিবর্তন করে দেন এবং তাকে পানি খেতে দেন কিন্তু তাসত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

শুক্রবার একজন আইরিশ আরোহী মৃত্যু বরণ করেন। এছাড়া গত সপ্তাহে আরো বেশ কয়েকজন আরোহী মারা যান, যাদের মধ্যে রয়েছে ৪ জন ভারতীয়, নেপালের ১ জন ও আমেরিকার ১ জন।

এ বছরের বসন্তকালীন হিমালয় অভিযানে ৩৭৮ জন আরোহীকে ৪১টি দলে বিভক্ত করে অভিযানে অংশ গ্রহণের অনুমোদন দেয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি