বৃহস্পতিবার,২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


মমতার পদত্যাগ ‘নাটকে’র জন্য বিজেপি’র বিদ্রুপ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৯


ডেস্ক রিপোর্ট : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফলাফলের পর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরবর্তীতে তার দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটি নাকচ করে দেওয়া হয়।

এদিকে, মমতার এই পদত্যাগের ঘোষণাকে ‘নাটক’ আখ্যা দিয়েছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি। তাদের ভাষ্য, মমতার সরকারের এমনিতেই পতন ঘটবে তাই তাদের এত তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই।

শনিবার বিজেপি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি কৈলাশ বিজয়ভারগিয়া বলেন, ‘এটি খুবই আশাব্যঞ্জক যে তিনি অন্তত পরাজয় মেনে নিয়েছেন। তবে, তার পদত্যাগ প্রস্তাবের বিষয়টি নাটক ছাড়া আর কিছুই না। এটি তিনি শুধুই সহানুভূতি আদায়ের জন্য করছেন। তার সরকারের পতন এমনিতেই ঘটবে। আমাদের কিছু করতে হবে না। তৃণমূল নেতারা মমতার ওপর থেকে ইতোমধ্যেই আস্থা হারিয়েছে। মমতাকে নিয়ে তারা রীতিমত হতাশ। তারা যদি মমতার দুঃশাসন আর কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ জানাতে আসে সেক্ষেত্রে আমরা কী করতে পারি?’

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল পেয়েছে মাত্র ২২টি আসন, যেখানে ২০১৪ সালে তারা এগিয়ে ছিলো ৩৪ আসনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি