শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঈদে দেড় লাখ পর্যটকের আশা সিলেটের হোটেল-মোটেল মালিকদের


ঈদে দেড় লাখ পর্যটকের আশা সিলেটের হোটেল-মোটেল মালিকদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পাহাড়, ঝর্ণা আর চা বাগানের সৌন্দর্য্যরে আকর্ষণ সিলেটে। ঈদের লম্বা ছুটিতে এবার দেড় লাখেরও বেশি পর্যটক আসবে বলে আশা প্রকাশ করছেন হোটেল-মোটেল মলিকেরা। তাই পর্যটক বরণে প্রস্তুত হোটেল-মোটেল ব্যবসায়ীরা। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পুলিশ।

উঁচু টিলা, ঢেউ খেলানো চা বাগান, নীল জলের লালাখাল, পাথুরে বিছানায় ভেসে চলা ঝর্ণার ধারা কিংবা জলের মধ্যে ভেসে ওঠা অরণ্য- রাতারগুল। সঙ্গে হযরত শাহজালাল (রা.) ও শাহপরান রহমতুল্লাহের মাজারসহ আরো অনেক দ্রষ্ঠব্য। এ কারণেই বিনোদন প্রেমিদের কাছে সিলেট এবারও পছন্দের তালিকায়।

সিলেট হোটেল গোল্ডেন সিটির ব্যবস্থাপক মিষ্টু দত্ত বলেন, জাফলংয়ের রাস্তা ঠিক হয়েছে, পর্যটকেরা পছন্দ করবেন।

সিলেট হোটেল গেস্ট ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নওশাদ আল মুক্তাদির বলেন, বর্ষায় সিলেটের সৌন্দর্য সবচেয়ে মনোহর। তাই পর্যটকদের বেড়ানোর তালিকায় এবার সিলেট সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

সিলেট পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, প্রতিবছর জাফলং অথবা বিছানাকান্দিতে পানিতে ডুবে পর্যটকদের মৃত্যুর খবর পাওয়া যায়। তাই এবার পর্যটকদের সার্বিক নিরাপত্তায় রাখা হচ্ছে বাড়তি নজর। পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন নিরাপত্তায় সবাই সতর্ক।

বেড়ানো শেষে পর্যটকরা যেন নিরাপদে সিলেট ছেড়ে যেতে পারেন সেজন্যও সব ধরণের ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি