শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


তৃণমূল নেতাদের জঙ্গলে পাঠিয়ে দেয়ার হুমকি দিলেন বিজেপি নেতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

তৃণমূল নেতাদের জঙ্গলে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভার সদস্য ও বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। শনিবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণলায়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরই তৃণমূল কংগ্রেসকে ধুয়ে দিলেন বাবুল সুপ্রিয়।

রবিবার এক টুইটবার্তায় বাবুল লিখেন, আসানসোলকে দূষণমুক্ত করতে ও জনবিরোধী টিএমসি গুণ্ডা-মাফিয়া অমানুষগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে। আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির অবসান ঘটাতেই তাকে মন্ত্রিত্ব দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

টুইটারে বাবুল লিখেন, ‘আসানসোলকে দূষণমুক্ত করতে ও অভব্য জনবিরোধী টিএমসি গুণ্ডা-মাফিয়া অমানুষগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসে যাতে আসানসোলের নোংরা তৃণমূলী রাজনীতির ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ করতে পারি, সে জন্যই তো এই মন্ত্রণালয়টি আমাকে দেয়া হয়েছে। বোকা তৃণমূলীগুলো এটুকুও বোঝে না।’

শুধু এতটুকু লিখেই শেষ করেননি বাবুল। তৃণমূলকে ব্যঙ্গ করে ‘টিএমছিঃ’ (ঞগপযযর) বলে উল্লেখ করেন তিনি। জানান, এবার মানুষের টাকায় মানুষের কাজ হবে।

প্রসঙ্গত এবারের লোকসভা নির্বাচনে বাবুলের বিপক্ষে মুনমুন সেনকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে বিগত নির্বাচনের মতোই বাবুলের ওপর ভরসা রেখেছে আসানসোলবাসী। সে হিসাবে সবার ধারণা ছিল এবার পূর্ণ মন্ত্রিত্ব পেতে পারেন বাবুল। তবে শপথগ্রহণের দিন দেখা যায় এবারও বাবুলকে প্রতিমন্ত্রী করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি