মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরিয়ার ইদলিবে ‘কসাইগিরি’ বন্ধ করার আহ্বান জানালেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

সিরিয়ার ইদলিবে রাশিয়ার সমর্থনে হামলা চলছে এমন অভিযোগ তুলে তাকে ‘কসাইগিরি’ আখ্যা দিয়ে তা শিগগিরই বন্ধ করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রোববার বলেন, রাশিয়ার সমর্থনে সিরিয়া ও ইরানি সৈন্যরা ইদলিব প্রদেশকে ‘জাহান্নামে’ পরিণত করে সেখানে নিরপরাধ সাধারণ নাগরিকদের হত্যা করছে।

ইদলিবে সিরিয়া সরকারের নতুন করে অভিযান চালানোর ব্যাপারে শুক্রবার বিবৃতি দেয় ক্রেমলিন। রাশিয়া জানায়, ইদলিবে বিদ্রোহীরা সাধারণ নাগরিকদের শিকারে পরিণত করছে। এর জন্য দায়ী তুরস্ক, কিন্তু তারা বিদ্রোহীদের থামানোর চেষ্টা করছে না। তাই সেখানে সিরিয়া সরকারের মাসব্যাপী অভিযানে রাশিয়া সমর্থন দিবে। রুশ ওই বিবৃতির জেরেই ট্রাম্প এ আহ্বান জানান।

ইদলিবে সিরিয়া সরকারের নতুন এই অভিযানে চরমভাবে উদ্বিগ্ন প্রতিবেশি তুরস্ক।

দেশটি অব্যাহতভাবে এই অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আসছে। এমনকি তুরস্ক সিরিয়ার সরকারি বাহিনীর মোকাবেলায় বিদ্রোহীদের অস্ত্রও সরবরাহ করছে বলে জানা যায়।

তুরস্ক, যুক্তরাষ্ট্র ও অধিকার সংগঠনসহ সিরিয়া সরকারের ইদলিব অভিযানের নিন্দ্বা জানিয়েছে জাতিসংঘও। বিশ্ব সংস্থাটি জানায়, এপ্রিলে শুরু হওয়া ইদলিব অভিযানে এ পর্যন্ত ২ লক্ষাধিক নাগরিক বাস্তুচ্যুত হয়ে প্রদেশটি ছেড়ে পালিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি