শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১৫-২০ ভাগ কারখানা শ্রমিক ঈদ বোনাস পায়নি, বললেন পোশাক শিল্প শ্রমিক


১৫-২০ ভাগ কারখানা শ্রমিক ঈদ বোনাস পায়নি, বললেন পোশাক শিল্প শ্রমিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান রোববার ডয়চে ভেলেকে বলেন, গত শনিবার পর্যন্ত আমাদের কাছে হিসাব ছিলো যে ৬০ ভাগ কারখানায় বেতন দেয়া হয়েছে। কিছু কারখানায় রবিবার বেতন দেয়া হচ্ছে। আরো কিছু কারখানায় সোমবার বেতন দেয়া হবে। তখন বোঝা যাবে আসলে কতভাগ পোশাক কারখানা শ্রমিকদের বেতন দিয়েছে।

তিনি বলেন, ৮০-৮৫ ভাগের মত কারখানা শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে।

এরমধ্যে অনেক অসঙ্গতি আছে। মূল বেতনের পুরোটাই বোনাস হওয়ার কথা। কিন্তু সেটা সব কারখানায় দেয়া হচ্ছেনা। কিছু কারখানা মূল বেতনের ৬০ ভাগ বোনাস হিসেবে দিয়েছে, আর কেউ দিয়েছে মূল বেতনের ৪০ ভাগ। আর অনেক কারখানা শ্রমিকদেরকে মে মাসের ২০ দিনের বেতন দিয়েছে, পুরো মাসের দেয়নি। এই সব নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। তবে বিজিএমইএ দাবি করছে, শতভাগ কারখানায় শ্রমিকদের বোনাস দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি