শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুর্বলতার কারণে সরকারি দল রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে-ড. তোফায়েল আহমেদ


দুর্বলতার কারণে সরকারি দল রাজনীতিতে সুবিধাজনক অবস্থানে-ড. তোফায়েল আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেছেন, রাজনীতি ও গণতন্ত্র নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সরকার আলোচনা করতে চাইবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্ব সম্প্রদায় যেটা বলার সেটা তারা বলবেই। সরকার তাদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করবে না। কেন আলোচনা করবে? সরকার বলবে, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন হয়েছে। জনগণ ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছে। জনগণের ভোটে আমরা ক্ষমতায় আছি, এখানে আলোচনার কী আছে? কিন্তু নির্বাচন কেমন হয়েছে, না হয়েছে সে সম্পর্কে আলোচনা করলে, কথা বললে তো আপনি কারও মুখে হাত দিয়ে রাখতে পারবেন না।

তিনি আরও বলেন, সরকার আসলে এ নিয়ে কোনো সময়ই আলোচনা করবে না। কারণ প্রায় সবকিছুই তাদের অনুকূলে রয়েছে।

দেশে বিরোধীদলগুলো এতো শক্তিশালী নয় যে, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারবে। তাদের নানা দুর্বলতা রয়েছে। এ কারণে সরকার একটা সুবিধাজনক অবস্থানে আছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কী বলেছে, তাদের প্রতিবেদনেই পরিষ্কার, এখানে আমার মন্তব্য যুক্ত করার কিছু নেই। সরকারই বরং এখানে কথা বলবে। এখানে আমি কোনো মন্তব্য করবো না। কারণ কিসের ভিত্তিতে তারা এ প্রতিবেদন করেছেন, কতোটা গ্রহণযোগ্য তা আমি দেখিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি