শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানের আকাশপথে মোদীকে বহনকারী উড়োজাহাজ চলাচলে ভারতের অনুরোধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আসন্ন কিরগিজস্তান সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী উড়োজাহাজ চলাচলে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করার বিষয়ে দেশটিকে অনুরোধ জানিয়েছে ভারত। ১৩ ও ১৪ জুন কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এসসিও সম্মেলনে মোদীর যোগ দেওয়ার কথা রয়েছে। সোমবার ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী-আইএএফ পাকিস্তানের বালাকোটে দেশটির জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রশিক্ষণকেন্দ্রে হামলা চালায়। এরপর থেকে ১১টির মধ্যে শুধুমাত্র দু’টি রুট চালু রেখে নিজেদের আকাশপথ ভারতের জন্য ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দেয় পাকিস্তান। চালু দু’টি রুট পাকিস্তানের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে যায়।

ভারতীয় কর্মকর্তা বলেন, ‘আমরা পাকিস্তানকে অনুরোধ জানিয়েছি, তারা যেন বন্ধ থাকা অন্তত একটি আকাশপথ দিয়ে প্রধানমন্ত্রীর উড়োজাহাজটি যেতে দেয়। কেননা, ১৩ ও ১৪ জুন প্রধানমন্ত্রীর এসসিও সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।’

গত ২১ মে পাকিস্তানের পক্ষ থেকে এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে বহনকারী উড়োজাহাজটি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে সরাসরি বিশকেকে যাওয়ার বিশেষ অনুমতি দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি