বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


বাজেটে যেসব পণ্যের দাম বেড়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত বাজেট অনুসারে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এসব পণ্য আমদানিতে ৫ শতাংশ ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হয়েছে। এবার একনজরে দেখা যাক এসব পণ্যের তালিকা।

প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে

১. দুধ, গুড়াদুধ ও দুগ্ধজাতীয় খবার। এসব পণ্য আমদানিতে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

২. প্রকৃতিক মধুর দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এ পণ্য আমদানিতে ১০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

৩. বিভিন্ন ধরনের অলিভওয়েল আমদানিতেও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করার প্রস্তাব করা হয়েছে।

৪. শুকনা খাবার তৈরির উপদানেরও দাম বৃদ্ধি করা হয়েছে। এসব পণ্য আমদানিতে ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

৫. লেমোনেটিংয়ের প্লাস্টিক শিট আমদানিতে ১০ থেকে ২৫ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।

৬. বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত গ্লাস আমদানিতে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হয়েছে।

৭. এসি/ডিসি মটর আমদানিতে ১০ শতাংশ শুল্কারোপ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি