বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিজ্ঞাপন যুদ্ধ,‌ বিরক্ত সানিয়া মির্জা


ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিজ্ঞাপন যুদ্ধ,‌ বিরক্ত সানিয়া মির্জা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আগামী ১৬ জুন রোববার ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে হবে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনকমূলক ভারত-পাকিস্তানের ম্যাচ। ম্যাচটি শুরু হতে আরো তিন দিন বাকি থাকলেও মাঠের বাইরের যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই যুদ্ধের ছবি বরাবারই দেখা যায়।

দুই দেশের সমর্থকরা একে অপরকে ব্যঙ্গ করে মিম বানিয়েছেন। ট্রোল করেছেন একে অপরকে। দেশগুলোর মধ্যে বিজ্ঞাপন যুদ্ধও শুরু হয়েছে। আর তাতেই বিরক্তি প্রকাশ করেছেন সানিয়া মির্জা।

তিনি একটি টুইট করে লিখেছেন, ‘ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে যথেষ্ট উত্তেজনা ও আগ্রহ রয়েছে মানুষের মধ্যে। শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য এইরকম কুরুচিকর বিজ্ঞাপন বানিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ানোর কোনও প্রয়োজন নেই। এটা একটা ক্রিকেট ম্যাচ মাত্র। এটাকে ম্যাচের বাইরে অন্যকিছু হিসাবে যারা দেখতে চান, তাদের জন্য সমবেদনা রইল।’

গতবার চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের সময় প্রকাশিত ‘মওকা মওকা’ বিজ্ঞাপনটি ভীষণই জনপ্রিয় হয়েছিল। রোববার ফাদার্স ডে’র দিনে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এবারও একটি বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয় যেটি ফাদার্স ডের বিষয়টি মাথায় রেখে বানানো হয়েছে।

বিজ্ঞাপনটিতে ভারতকে ‘বাবা’ এবং পাকিস্তানকে ‘পুত্র’ হিসেবে দেখানো হয়েছে। কাঁটাতারের ওপারেও একটি বিজ্ঞাপন বানানো হয়েছে। তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভি নন্দন। সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচিত হয় বিজ্ঞাপনটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি