শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১৩ বারের মতো পেছালো কোটা সংস্কার আন্দোলনের ৪ মামলার প্রতিবেদন


১৩ বারের মতো পেছালো কোটা সংস্কার আন্দোলনের ৪ মামলার প্রতিবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে হামলা, কোটা সংস্কার আন্দোলনের সময় গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা চার মামলার প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। এ নিয়ে ১৩ বারের মতো পেছালো প্রতিবেদন দাখিলের দিন। আজ নির্ধারিত দিনে পুলিশ প্রতিবেদন দাখিল করতে না পারায় আগামী ১৭ই জুলাই নতুন দিন ধার্য করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ঠিক করেন।

উল্লেখ্য, ২০১৮ বছরের গত ৮ই এপ্র্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই বছরের ১০ই এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি