বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

হাইকোর্টের নির্দেশের পরেও মানহীন পণ্য বাজারে থাকার বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে উপস্থিত হয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। এসময় মানহীন পণ্যের রিপোর্টও জমা দেন তিনি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের (সাব-স্ট্যান্ডার্ড) ৫২ পণ্য বাজার থেকে অবিলম্বে না সরানোয় গত ২৩ মে তাকে তলব করেছিলেন হাইকোর্ট।

রোববার (১৬ জুন) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে মোহাম্মদ মাহফুজুল হক হাজির হয়ে এ ক্ষমা প্রার্থনা করেন।

এসময় আদালত বলেন, যখন আদেশ বাস্তবায়নের দরকার ছিলো তখন তা না করে তলবের পর এখন বাস্তবায়িত হচ্ছে। বাজারে খাটি জিনিস একদমই নেই বলেও জানান হাইকোর্ট। যাদের এ নিয়ে কাজ করার কথা তারা কিছু করছে না বলেও ভর্ৎসনা করেন আদালত।

ইউনিয়ন পর্যায়ে ভেজাল ঢুকে গেছে উল্লেখ করে আদালত বলেন, গ্রামে এখন শহর থেকে খাবার যায়, শহর থেকে যাওয়া মানেই ভেজাল। ঈদ চলে গেলে আর ভেজাল বিরোধী অভিযান চলেনা বলেও জানান আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি