শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ, বৃষ্টির জন্য ১৪০ কোটি টাকা ক্ষতির মুখে


ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ, বৃষ্টির জন্য ১৪০ কোটি টাকা ক্ষতির মুখে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপে সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচে বিকালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। খেলা গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

বৃষ্টির জন্য এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ ভেস্তে গেছে। এমন অবস্থায় ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ নিয়েও প্রশ্ন উঠেছে। আর কয়েকঘণ্টা পর ম্যানচেস্টারে ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু ম্যানচেস্টারের আকাশে কালো মেঘে। তাই সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

বিশ্বকাপের সব চেয়ে উত্তেজক ম্যাচ বৃষ্টির জন্য বিঘ্নিত হতেই পারে। ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে প্রায় ১৪০ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে স্টার স্পোর্টস-কে। স্টার স্পোর্টস-এ বিজ্ঞাপন দেওয়া সংস্থাগুলোকেও বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।

দুই প্রতিবেশি দেশের ক্রিকেট-যুদ্ধ বাতিল হয়ে গেলে মাথায় হাত পড়বে আয়োজক, স্পন্সর, টেলিভিশন সম্প্রচারকারী চ্যানেলের। ভারত-পাক ম্যাচে বিজ্ঞাপন থেকেই ১৩৭ দশমিক ৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করেছে সম্প্রচারকারী চ্যানেল। বৃষ্টি হলে প্রবল ক্ষতির মুখে পড়তে হবে।

প্রতিবারের মতো এবারও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে। জানা গেছে, কিছু টিকিট সর্বোচ্চ ৬০ হাজার টাকায় ব্ল্যাকে বিক্রি হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি